মহিলাকে কুপ্রস্তাবের অভিযোগ! দাঁইহাট পুর -চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ তৃণমূলের
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
বৃহস্পতিবার শিশির মণ্ডলের পদত্যাগের দাবিতে বিজেপির মহিলা মোর্চা দাঁইহাট পুরসভার সামনে বিক্ষোভ দেখায়।
#দাঁইহাট: চাকরির নামে মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার দায়ে পদ খোয়াতে চলেছেন দাঁইহাট পুরসভার বিতর্কিত পুরপ্রধান শিশির মণ্ডল। সূত্রের খবর, ভাইরাল অডিও-ভিডিও-সহ হোয়াটস অ্যাপে চ্যাটের নথি নিয়ে রাজ্য তৃণমূল নেতৃত্ব তদন্তে নেমে অভিযোগের সত্যতা পেয়েছে। আর সেই কারণেই পুরপ্রধান শিশির মণ্ডলকে পদত্যাগ করার জন্য জেলা তৃণমূল নেতৃত্বকে আজ দুপুরে রাজ্য নেতৃত্ব নির্দেশ পাঠায়।
গতকালই এই শিশির মণ্ডলের একটি অশ্লীল অডিও-ভিডিও কথোপকথন ভাইরাল হয়। সেটির সত্যতা যাচাই করেনি নিউজ১৮ বাংলা৷ তবে সূত্রের খবর শিশির মন্ডলকে পদত্যাগের নির্দেশ পাঠানো হয়েছে বলে জেলা তৃণমূল দফতর থেকে। বৃহস্পতিবার শিশির মণ্ডলের পদত্যাগের দাবিতে বিজেপির মহিলা মোর্চা দাঁইহাট পুরসভার সামনে বিক্ষোভ দেখায়।
advertisement
advertisement
বুধবার ভাইরাল হয় একটি আধঘণ্টার অডিও ক্লিপ৷ যদিও ভিডিও ক্লিপের সত্যতা নিউজ ১৮ যাচাই করে নি। অডিও ক্লিপে অশ্লীল ভাষায় যৌনাগন্ধী কথোপকথনের জেরে চাঞ্চল্য ছড়ায় দাঁইহাট পুর শহর-সহ কাটোয়া মহকুমা এলাকায়। চাকরির টোপ দিয়ে তরুণীর সঙ্গে যৌনাচার করার প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে।
advertisement
কৃষ্ণনগরের এক বেসরকারি লজে তরুণীকে বিশেষ পোশাক পড়ে আসার নির্দেশ দেন পুরুষকণ্ঠ (যেটি শিশির মণ্ডলের বলে দাবি), এমনই অভিযোগ শোনা যায়৷ তরুণী ফোনের ‘কাকু’ বলে সম্বোধন করতে শোনা যায় ওই পুরুষকে। চাকরি পাওয়ার আশায় ওই পুরুষের অশ্লীল ভাষার প্রস্তাবে হোটেলে যেতে রাজি হন তরুণী। তরুণীর উদ্দেশে বলতে শোনা যায়, ‘তুই আমাকে খুশি করবি, তোকে সব কিছু দেব।’
advertisement
রণদেব মুখোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 03, 2022 9:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মহিলাকে কুপ্রস্তাবের অভিযোগ! দাঁইহাট পুর -চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ তৃণমূলের
