মহিলাকে কুপ্রস্তাবের অভিযোগ! দাঁইহাট পুর -চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ তৃণমূলের

Last Updated:

বৃহস্পতিবার শিশির মণ্ডলের পদত্যাগের দাবিতে বিজেপির মহিলা মোর্চা দাঁইহাট পুরসভার সামনে বিক্ষোভ দেখায়।

#দাঁইহাট: চাকরির নামে মহিলাকে কুপ্রস্তাব  দেওয়ার দায়ে পদ খোয়াতে চলেছেন দাঁইহাট পুরসভার বিতর্কিত পুরপ্রধান শিশির মণ্ডল। সূত্রের খবর, ভাইরাল অডিও-ভিডিও-সহ হোয়াটস অ্যাপে চ্যাটের নথি নিয়ে রাজ্য তৃণমূল নেতৃত্ব তদন্তে নেমে অভিযোগের সত্যতা পেয়েছে। আর সেই কারণেই পুরপ্রধান শিশির মণ্ডলকে পদত্যাগ করার জন্য জেলা তৃণমূল নেতৃত্বকে আজ দুপুরে রাজ্য নেতৃত্ব নির্দেশ পাঠায়।
গতকালই এই শিশির মণ্ডলের একটি অশ্লীল অডিও-ভিডিও কথোপকথন ভাইরাল হয়। সেটির সত্যতা যাচাই করেনি নিউজ১৮ বাংলা৷ তবে সূত্রের খবর শিশির মন্ডলকে পদত্যাগের নির্দেশ পাঠানো হয়েছে বলে জেলা তৃণমূল দফতর থেকে। বৃহস্পতিবার শিশির মণ্ডলের পদত্যাগের দাবিতে বিজেপির মহিলা মোর্চা দাঁইহাট পুরসভার সামনে বিক্ষোভ দেখায়।
advertisement
advertisement
বুধবার ভাইরাল হয় একটি আধঘণ্টার অডিও ক্লিপ৷ যদিও ভিডিও ক্লিপের সত্যতা নিউজ ১৮ যাচাই করে নি। অডিও ক্লিপে অশ্লীল ভাষায় যৌনাগন্ধী কথোপকথনের জেরে চাঞ্চল্য ছড়ায় দাঁইহাট পুর শহর-সহ কাটোয়া মহকুমা এলাকায়। চাকরির টোপ দিয়ে তরুণীর সঙ্গে যৌনাচার করার প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে।
advertisement
কৃষ্ণনগরের এক বেসরকারি লজে তরুণীকে বিশেষ পোশাক পড়ে আসার নির্দেশ দেন পুরুষকণ্ঠ (যেটি শিশির মণ্ডলের বলে দাবি), এমনই অভিযোগ শোনা যায়৷ তরুণী ফোনের ‘কাকু’ বলে সম্বোধন করতে শোনা যায় ওই পুরুষকে। চাকরি পাওয়ার আশায় ওই পুরুষের অশ্লীল ভাষার প্রস্তাবে হোটেলে যেতে রাজি হন তরুণী। তরুণীর উদ্দেশে বলতে শোনা যায়, ‘তুই আমাকে খুশি করবি, তোকে সব কিছু দেব।’
advertisement
রণদেব মুখোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মহিলাকে কুপ্রস্তাবের অভিযোগ! দাঁইহাট পুর -চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ তৃণমূলের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement