Mamata Banerjee Rajinikanth: চেন্নাইতে মমতা-রজনীকান্ত সাক্ষাৎ! ২০২৪ এর আগে নয়া রাজনৈতিক সমীকরণ দক্ষিণে? জল্পনা তুঙ্গে...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee Rajinikanth: দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ একান্ত আলোচনা চলে বৃহস্পতিবার। রাজ্যপাল লা গনেশনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন রজনীকান্ত। সেখানেই দুজনের মুখোমুখি সাক্ষাৎ।
#চেন্নাই: দক্ষিণভারত সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তাঁর সঙ্গে মুখোমুখি দক্ষিণের সুপারস্টার তথা রাজনৈতিক ব্যক্তিত্ব রজনীকান্ত। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ একান্ত আলোচনা চলে বৃহস্পতিবার। রাজ্যপাল লা গনেশনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন রজনীকান্ত। সেখানেই দুজনের মুখোমুখি সাক্ষাৎ। আর এই সাক্ষাৎ ঘিরেই বাংলা তথা দক্ষিণের রাজনীতিতে নয়া চর্চা শুরু।
রজনীকান্তকে কলকাতায় আসার আমন্ত্রণ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখোমুখি সাক্ষাতে মমতা বন্দ্যোপাধ্যায় রজনীকান্তকে তাঁর শারীরিক কুশল জানতে চান। রজনীকান্তও মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। দক্ষিণের সুপারস্টার রজনীকান্তের ঘিরে এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দলেরই আগ্রহ তুঙ্গে। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রজনীকান্তের সাক্ষাৎ নিয়ে দক্ষিণের রাজনীতিতে শুরু হয়েছে নয়া চর্চা।
advertisement
Hon'ble Chief Minister @MamataOfficial attended the birthday celebrations of the Hon'ble Governor of West Bengal La Ganesan’s elder brother in Chennai today.
Few special moments👇 pic.twitter.com/EiuTN6WbIg — All India Trinamool Congress (@AITCofficial) November 3, 2022
advertisement
২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে অ বিজেপি বা বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলিকে একজোট করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
বৈঠকে সৌজন্যমূলক সাক্ষাৎ হিসেবে দাবি করলেও ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলিকে এক হবার বার্তা দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়েই মূলত এই বৈঠক ছিল গতকালকে বলেই দাবি রাজনৈতিক মহলের।
advertisement

আজ ফের রাজ্যপালের পারিবারিক অনুষ্ঠানে স্ট্যালিন-মমতা বন্দ্যোপাধ্যায় মুখোমুখি হন আরও একবার। দুজনের মধ্যে ফের শুভেচ্ছা বিনিময় হয় রাজ্যপালের এই অনুষ্ঠানে। গত কালের পর আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের রজনীকান্তের সঙ্গে সাক্ষাৎ রাজনৈতিক মহলে নয়া চর্চা শুরু করে দিল। যদিও দুপক্ষের তরফে এই সাক্ষাৎকে নেহাতই সৌজন্য সাক্ষাৎ হিসেবেই দাবি করা হচ্ছে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 03, 2022 1:39 PM IST