#ভাটপাড়া: অর্জুনের গড়ে তৃণমূলের হানা। রাজ্যের একমাত্র পুরসভাও হাতছাড়া হল বিজেপির। ৩৫ জনের ভাটপাড়া পুরসভায় ১৯ জনের সমর্থনে আস্থা ভোটে জয়ী হল তৃণমূল কংগ্রেস। ভোটাভুটিতে ছিল না বিজেপি।
এই ফলাফলের বিরুদ্ধে হাইকোর্টে গিয়েছে বিজেপি। লোকসভা ভোটের পর তৃণমূল কাউন্সিলরদের দলবদলে ছয় পুরসভা দখল করে বিজেপি। সেই ছ’টি পুরসভার মধ্যে হালিশহর, কাঁচরাপাড়া, নৈহাটি, জগদ্দল, গাড়ুলিয়া পুরসভা আগেই হারিয়েছিল বিজেপি। এদিন ভাটপাড়া পুরসভাও হাতছাড়া হল বিজেপির। প্রেসটিজ ফাইটে ভাটপাড়া পুনরুদ্ধার করল রাজ্যের শাসকদল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bhatpara, BJP, TMC, Trust Vote