বিজেপির অস্ত্র ‘শহিদ’ পরিবার, পাল্টা ‘ঘরছাড়া’ হাতিয়ার তৃণমূলের

Last Updated:
#কলকাতা: নিহত দলীয় কর্মীদের পরিবারকে মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির করে বার্তা দিতে চাইছে বিজেপি। তার মোকাবিলায় ঘরছাড়াদের সামনে রেখে পালটা কৌশল তৃণমূলের। লোকসভা নির্বাচনে সাফল্য পেয়ে অশান্তি বাধাচ্ছে বিজেপি। নৈহাটির সত্যাগ্রহের মঞ্চ থেকে তা তুলে ধরাই জোড়াফুল শিবিরের লক্ষ্য।
বিজেপির টার্গেট বাংলা। লক্ষ্যপূরণে, এবার গেরুয়া শিবিরের হাতিয়ার নিহত দলীয় কর্মীর পরিবারের সদস্যরা। উদ্দেশ্য, প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানের মঞ্চে কাজে লাগিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে গোটা দেশকে বার্তা দেওয়া।
বিজেপির মোকাবিলায় পাল্টা অস্ত্র তৃণমূলেরও। মোদির শপথগ্রহণের দিনই ঘরছাড়াদের সামনে রেখে পথে-আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়। নৈহাটিতে তৃণমূলনেত্রীর সত্যাগ্রহের মঞ্চে উপস্থিত ভাটপাড়া, কাঁকিনাড়ার ঘরছাড়ারা।
advertisement
বারাকপুর লোকসভা কেন্দ্রে প্রেস্টিজ ফাইটে ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। সেই সময় থেকেই উত্তেজনা ওই লোকসভা কেন্দ্রের ভাটপাড়া ও কাঁকিনাড়ায়। রাজ্যে সন্ত্রাসের ছবি তুলে ধরতে দুই শিবিরেরই তৎপরতা, যখন বাংলাকে বিজেপি টার্গেট করছে। তখন, ঘরছাড়াদের সঙ্গে সঙ্গে নিয়ে ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেসও।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিজেপির অস্ত্র ‘শহিদ’ পরিবার, পাল্টা ‘ঘরছাড়া’ হাতিয়ার তৃণমূলের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement