Prevent Post Poll Violence: ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বিশেষ শান্তির বার্তা, কেন জানেন?
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Prevent Post Poll Violence: লোকসভা ভোটের ফলপ্রকাশের পর থেকেই ব্যারাকপুর শিল্পাঞ্চলে অশান্তির নানান অভিযোগ করে আসছে রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপি। ভোট পরবর্তী সেই হিংসা থামাতে এবার ময়দানে নেমেছে শাসক দল তৃণমূল
উত্তর ২৪ পরগনা: ভোট পরবর্তী হিংসায় রীতিমত উত্তপ্ত হয়ে উঠতে দেখা গিয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলকে। জেলার গুরুত্বপূর্ণ এই এলাকায় শান্তি-শৃঙ্খলা ফেরাতে এবার উদ্যোগী হল তৃণমূল কংগ্রেস। সদ্য ব্যারাকপুর লোকসভায় জয়ী হয়েছেন তৃণমূলের পার্থ ভৌমিক। তিনিই শান্তি ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছেন।
লোকসভা ভোটের ফলপ্রকাশের পর থেকেই ব্যারাকপুর শিল্পাঞ্চলে অশান্তির নানান অভিযোগ করে আসছে রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপি। ভোট পরবর্তী সেই হিংসা থামাতে এবার ময়দানে নেমেছে শাসক দল তৃণমূল। কোথাও যাতে আর অশান্তি না হয় সেই লক্ষ্যে তারা লাগাতার প্রচার শুরু করেছে। এই প্রচার থেকে সবাইকে শান্ত যাকার বার্তা দেওয়া হচ্ছে।
advertisement
advertisement
বিজেপির অভিযোগ, প্রতিদিনই তাদের কর্মীদের মারধর করে বাড়ি ভাঙচুর করা হচ্ছে। এই পরিস্থিতিতে শাসকদলের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় হিংসা থামানোর প্রচারকে লোক দেখানো বলে কটাক্ষ করেছে বিজেপি। যদিও বিজেপির সমালোচনায় কান না দিয়ে এথিন ভাটপাড়া শহর তৃণমূলের সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বহু মানুষ আস্থা জ্ঞাপন করেছে। এই আনন্দের উচ্ছ্বাসে যেন কোনওরকম শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয় তার জন্যই এই প্রচার করা হচ্ছে। প্রশাসনকেও বলা হচ্ছে যেন দ্রুত শক্ত হাতে হাল ধরে। অর্জুন সিংয়ের খাসতালুক ভাটপাড়ায় কোনওরকম হিংসা হয়নি বলে তিনি দাবি করেন।
advertisement
উল্লেখ্য, ২০১৯-এর লোকসভা নির্বাচনে ভাটপাড়ায় জয়ী হয়েছিলেন বিজেপির অর্জুন সিং। তারপর ব্যাপক হিংসার ছড়িয়ে ছিল গোটা ব্যারাকপুর লোকসভা জুড়ে। তবে এবার আর সেই পরিস্থিতি হবে না বলে তৃণমূলের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করার চেষ্টা চলছে সকলকে।
রুদ্রনারায়ণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 07, 2024 7:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Prevent Post Poll Violence: ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বিশেষ শান্তির বার্তা, কেন জানেন?