বাংলা ভাষা ও বাংলাভাষী মানুষের উপর আক্রমণ, প্রতিবাদে তৃণমূলের ধিক্কার মিছিল
- Published by:Pooja Basu
- local18
- Reported by:DEBABRATA MONDAL
Last Updated:
মিছিলে হাজার হাজার তৃণমূল কর্মী-সমর্থক অংশ নেন। গোবিন্দপুর বাজার কার্যত জনসমুদ্রের চেহারা নেয়। নেতৃত্বে ছিলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ।
বাঁকুড়া,ইন্দাস: বাংলা ভাষা ও বাংলাভাষী মানুষের উপর আক্রমণের প্রতিবাদে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কড়িশুন্ডা অঞ্চলের বাঁধের পাড় থেকে গোবিন্দপুর বাজার পর্যন্ত এক বিশাল ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে গোবিন্দপুর বাজারে পথসভা আয়োজন করা হয়। মিছিলে হাজার হাজার তৃণমূল কর্মী-সমর্থক অংশ নেন। গোবিন্দপুর বাজার কার্যত জনসমুদ্রের চেহারা নেয়। নেতৃত্বে ছিলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ।পাশাপাশি উপস্থিত ছিলেন ব্লকের একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্ব ও অঞ্চল সভাপতি সহ ওই অঞ্চলের তৃণমূলের নেতারা।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে শেখ হামিদ বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলা ভাষা ও বাংলাভাষীদের উপর আক্রমণ বরদাস্ত করা হবে না। বিজেপি যদি এই ষড়যন্ত্র বন্ধ না করে, তাহলে আগামী দিনে ছাত্র-যুব, মহিলা ও শ্রমিকদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে আমরা বাধ্য হব। প্রতিটি বিজেপি নেতার বাড়ি গিয়ে কৈফিয়ত চাওয়া হবে কেন বাংলার ছাত্র-যুবদের উপর অত্যাচার হচ্ছে।
advertisement
advertisement
তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “বিরোধীরা শুধু রোহিঙ্গা,পাকিস্তান, জিহাদি এসব কথাই বলতে জানে। বাংলার ভাষা ও সংস্কৃতির মর্যাদা তারা বোঝে না। ২০২১ সালে বাংলা দখলে ব্যর্থ হয়েই আজ তারা বাঙালিদের উপর প্রতিহিংসা চালাচ্ছে।
advertisement
শেখ হামিদ স্পষ্ট হুঁশিয়ারি দেন, যে সমস্ত বাঙালি বিজেপি নেতা মাতৃভাষার এই অপমানের পরও বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মীরজাফরের ভূমিকা নেবে, তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কঠোর অবস্থান নেবে। ভিন রাজ্যে যদি বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হয়,তবে গণতান্ত্রিকভাবে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করা হবে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের দাবি,বাংলা ভাষা ও বাংলাভাষীর অস্তিত্ব রক্ষায় তাদের আন্দোলন আগামী দিনেও অব্যাহত থাকবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 31, 2025 10:30 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাংলা ভাষা ও বাংলাভাষী মানুষের উপর আক্রমণ, প্রতিবাদে তৃণমূলের ধিক্কার মিছিল