দোতলা পাকা বাড়ি, আত্মীয়দের নামে আমফান ক্ষতিপূরণের টাকা আত্মস্যাতের অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে
- Published by:Arindam Gupta
Last Updated:
মহিষাদল ব্লকের তৃণমূল পরিচালিত নাচশালা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ-পূর্ব শ্রীরামপুর এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য নমিতা দাস৷
#মহিষাদল: তিনি নিজে গ্রাম পঞ্চায়েতের সদস্য৷ দোতলা পাকাবাড়ি আছে৷ পঞ্চায়েতের সদস্য হয়েও দুই ছেলে ও আত্মীয়দের নামে অন্যায় ভাবে আমফানের সরকারি ক্ষতিপূরণ নেওয়ার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের মহিষাদলের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে৷ আজ অর্থাত্ বুধবার তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও করলেন কয়েকশো মানুষ৷
মহিষাদল ব্লকের তৃণমূল পরিচালিত নাচশালা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ-পূর্ব শ্রীরামপুর এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য নমিতা দাস৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, দুই ছেলে, দেওর-সহ আত্মীয়দের নামে আমফানের সরকারি ক্ষতিপূরণের টাকা আত্মস্যাত্ করেছেন৷ টাকা দেওয়া হয়েছে দলের কর্মীদেরও৷ প্রকৃত ক্ষতিগ্রস্থরা কিছুই পাননি৷
টাকা ফেরত চেয়ে এবং প্রকৃত যাঁরা ক্ষতিগ্রস্থ, তাঁদের হাতে টাকা তুলে দেওয়ার দাবি তীব্র বিক্ষোভ দেখান স্থানীয়রা৷ ইতিমধ্যেই নমিতা দাসকে শোকজ করেছে তৃণমূল ব্লক নেতৃত্ব। দোতলা পাকাবাড়ির বাসিন্দা হয়েও কী করে সরকারি সাহায্য একজন পঞ্চায়েত সদস্য নিলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।
advertisement
advertisement
SUJIT BHOUMIK
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 08, 2020 3:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দোতলা পাকা বাড়ি, আত্মীয়দের নামে আমফান ক্ষতিপূরণের টাকা আত্মস্যাতের অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে