Humayun Kabir New Party: নিজেই লড়বেন দুই আসনে, নতুন দলের নামের সঙ্গে প্রার্থী তালিকাও ঘোষণা করে দিলেন হুমায়ুন!
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
টেবল এবং জোড়া গোলাপ চিহ্নকে নতুন দলের প্রতীক হিসেবে ব্যবহার করার জন্য আবেদন করেছেন হুমায়ুন কবীর৷
পূর্ব ঘোষণা মতোই নিজের নতুন দলের নাম ঘোষণা করলেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর৷ এ দিন মুর্শিদাবাদের বেলডাঙা থেকে নিজের নতুন দল জনতা উন্নয়ন পার্টির নাম ঘোষণা করেন তিনি৷ একই সঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যের একাধিক আসনে নিজের দলের প্রার্থীদের নাম ঘোষণাও করে দিয়েছেন হুমায়ুন কবীর৷
বিতর্কিত তৃণমূল বিধায়ক জানিয়েছেন, তিনি নিজে মুর্শিদাবাদের বেলডাঙা এবং ভরতপুর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন৷ বর্তমানে ভরতপুরেরই বিধায়ক হুমায়ুন৷ এর পাশাপাশি খড়্গপুর গ্রামীণ, বৈষ্ণবনগর, মুর্শিদাবাদ, ভগবানগোলা, রানিনগর, হরিরামপুর কেন্দ্রের প্রার্থীদের নামও ঘোষণা করেছেন হুমায়ুন কবীর৷
একনজরে হুমায়ুনের দলের প্রার্থী তালিকা-
advertisement
রেজিনগর, বেলডাঙ্গা – হুমায়ুন কবীর নিজে৷
খড়গপুর গ্রামীণ -হাজী ইবরার হোসেন৷
advertisement
বৈষ্ণবনগর – মুসকেরা বিবি৷
মুর্শিদাবাদ – মণীশা পান্ডে৷
ভগবানগোলা – হুমায়ুন কবীর৷
রানীনগর – ডা: হুমায়ুন কবীর৷
হরিরামপুর – ডা: ওহিদুর রহমান৷
বালিগঞ্জ- নিশা চট্টোপাধ্যায়৷
সূত্রের খবর, টেবল এবং জোড়া গোলাপ চিহ্নকে নতুন দলের প্রতীক হিসেবে ব্যবহার করার জন্য আবেদন করেছেন হুমায়ুন কবীর৷ এ দিনই দলের ইস্তেহারও প্রকাশ করেছেন তিনি৷ দলের চেয়ারম্যান পদেও থাকছেন হুমায়ুন৷ রানিনগরে যে হুমায়ুন কবীরকে প্রার্থী করা হয়েছে, তিনিও ২০১৬ সালে তৃণমূলের প্রার্থী ছিলেন৷
advertisement
যদিও হুমায়ুন কবীরের নতুন এই দলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস৷ দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘ওসব কিছু না। আগেও নতুন দল হয়েছে, আবার হচ্ছে। এসব সাম্প্রদায়িক উস্কানি।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 22, 2025 1:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Humayun Kabir New Party: নিজেই লড়বেন দুই আসনে, নতুন দলের নামের সঙ্গে প্রার্থী তালিকাও ঘোষণা করে দিলেন হুমায়ুন!








