দেবশ্রী রায়কে আর টিকিট দিচ্ছে না তৃণমূল, দাবি রাজ্যের মন্ত্রীর

Last Updated:
#কুলপি: বিধানসভা নির্বাচনে দেবশ্রী রায়কে টিকিট দিচ্ছে না তৃণমূল কংগ্রেস৷ এমনই দাবি করলেন রাজ্যের মন্ত্রী এবং মগরাহাট পশ্চিম কেন্দ্রের তৃণমূল বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লা৷ এ দিন কুলপিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় গরহাজির ছিলেন রায়দিঘির বিধায়ক দেবশ্রী৷ সভা শেষে এ নিয়ে প্রশ্ন করা হলে রাখঢাক না করেই গিয়াসুদ্দিন বলে দেন, দেবশ্রী রায়কে এবার প্রার্থী করছে না দল৷ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দল৷
এমনিতে এ দিন কুলপিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় জেলার অনেক বিধায়কই এসেছিলেন৷ আবার বেশ কয়েকজন ছিলেন না৷ অসুস্থতার জন্য থাকতে পারেননি জেলার বিধায়ক এবং মন্ত্রী মন্টুরাম পাখিরাও৷ আবারও সাগর, মন্দিরবাজারের মতো বিধানসভার বিধায়করাও অভিষেকের সভায় এসেছিলেন৷ অভিষেক নিজেই বলেন, এ দিনের সভায কুলপি, মন্দিরবাজার এবং রাযদিঘি থেকে মানুষ এসেছেন৷ অথচ, সেই সভাতেই গরহাজির ছিলেন রায়দিঘির দু' বারের বিধায়ক দেবশ্রীকে৷
advertisement
এ বিষয়ে প্রশ্ন করা হলে সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী গিয়াসুদ্দিন মোল্লা বলেন, 'উনি কেন আসেননি বলতে পারব না৷ যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালবাসেন তাঁরা এমনিই আসবেন৷ আর দেবশ্রী রায়কে তো দল এবার আর প্রার্থী করছে না৷ ফলে উনি এলেন কি না এলেন কিছু আসে যায় না৷'
advertisement
২০১১ সালে রায়দিঘি কেন্দ্র থেেক তৎকালীন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়কে হারিয়ে সাড়া ফেলে দেন দেবশ্রী৷ তৃণমূলের অন্দরের খবর, দেবশ্রীর ভূমিকায় তাঁর বিধানসভা এলাকাতেই দলীয় নেতৃত্বেকর অন্দরে ক্ষোভ তৈরি হয়৷ ফলে ২০১৬ সালে তাঁকে টিকিট না দেওয়ার সিদ্ধান্ত একরকম চূড়ান্তই হয়ে গিয়েছিল৷ কিন্তু সেই সময় তৃণমূলের জেলা সভাপতি এবং দলের অন্যতম শীর্ষ নেতা শোভন চট্টোপাধ্যায়ই দায়িত্ব নিয়ে দ্বিতীয়বার দেবশ্রীকে রায়দিঘি থেকে প্রার্থী করার জন্য তদ্বির করেন৷ জিতেও যান দেবশ্রী৷ কিন্তু শোভন দল ছাড়তেই দেবশ্রীকে নিয়েও তৈরি হয় ধোঁয়াশা৷ কারণ ২০১৯ সালে যেদিন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপি-তে যোগ দেন, সেদিনই দিল্লির সদর দফতরে দেখা গিয়েছিল দেবশ্রীকে৷ শেষ পর্যন্ত অবশ্য বিজেপি-তে যোগ দেননি দেবশ্রী৷ এর পর থেকে সেভাবে রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি রায়দিঘির বিধায়ককে৷
advertisement
তবে কিছুদিন আগে হঠাৎই শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন দেবশ্রী৷ সূত্রের খবর, দেবশ্রীর এই পদক্ষেপে সায় ছিল শাসক দলেরও৷ কিন্তু এ দিন গিয়াসুদ্দিন মোল্লা যে দাবি করলেন, তাতে অভিনেত্রী বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে গেল৷
Avijit Chanda
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দেবশ্রী রায়কে আর টিকিট দিচ্ছে না তৃণমূল, দাবি রাজ্যের মন্ত্রীর
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement