স্বাস্থ্য কর্মাধ্য়ক্ষের ছেলেকে অপহরণের চেষ্টা, ভোটের আগে উত্তপ্ত ধুলিয়ান

Last Updated:

Own Story

Pranab Kumar Banerjee
#ধুলিয়ান: পুরভোটের আগে উত্তপ্ত ধুলিয়ান। ছেলেকে অপহরণের চেষ্টার অভিযোগে সামশেরগঞ্জ থানায় ধরনায় বসেন মুর্শিদাবাদ জেলা পরিষদের স্বাস্থ্য় কর্মাধ্য়ক্ষ আনারুল হক। স্বাস্থ্য় কর্মাধ্য়ক্ষের অভিযোগ, সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম তাঁর ছেলেকে অপহরণের চেষ্টা করেন। তৃণমূল বিধায়ককে গ্রেফতারের দাবিতে ধরনায় বসেন আনারুল। থানা ঘিরে বিক্ষোভও দেখান আনারুলের সমর্থকরা। অভিযোগ অস্বীকার করেছেন সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক।
advertisement
মুর্শিদাবাদ জেলা পরিষদের স্বাস্থ্য় কর্মাধ্য়ক্ষ আনারুল হকের অভিযোগ অনুযায়ী, শুক্রবার সকালে স্কুলে যাচ্ছিল তাঁর ছেলে। আনারুলের দোকানের এক কর্মীই তাঁর ছেলেকে প্রতিদিন স্কুলে পৌঁছে দেন। মোটর সাইকেলে স্কুল যাওয়ার সময়ে হঠাৎই তাঁদের উপর চড়াও হয় সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের লোকজন। চারদিক থেকে তাঁদের ঘিরে ফেলা হয়। আনারুলের ছেলেকে অপরহণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ। তবে পড়ুয়ার চিৎকার শুনে ছুটে আসেন  আশেপাশের বাসিন্দারা। দুষ্কৃতীরা বেগতিক বুঝে চম্পট দেয়। তবে আনারুলের তোলা এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম।
advertisement
advertisement
শুক্রবারের এই ঘটনায় ধুলিয়ানে চাঞ্চল্য় ছড়িয়েছে।  ধুলিয়ানে কয়েকমাসের মধ্য়েই পুরভোট। পুরভোটের আগে এই ধরনের ঘটনায় তৃণমূল শিবিরে গোষ্ঠীদ্বন্দ্বও ফের একবার প্রকট হয়েছে।
এই ঘটনা প্রসঙ্গে জেলা পরিষদের স্বাস্থ্য় কর্মাধ্য়ক্ষ আনারুল হক বলেন, "আমার ছেলে স্কুলে যাওয়ার সময় তাকে অপহরণের  চেষ্টা করে কয়েকজন দুষ্কৃতী। স্থানীয় মানুষদের প্রচেষ্টায় প্রাণে বেঁচে যায়। এলাকার বিধায়ক এই কাজের ইন্ধন দিচ্ছে। আমরা তারই প্রতিবাদে সামশেরগঞ্জ থানা ঘেরাও করে প্রতিবাদ জানাচ্ছি। বিধায়কের নামে অভিযোগ জানিয়েছি।"
advertisement
অভিযোগ অস্বীকার করেছেন সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম। তিনি বলেন, "আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে। আমাকে ও দলকে কালিমালিপ্ত করতেই এই কাজ করা হচ্ছে । পুলিশ তদন্ত করলে সঠিক তথ্য উঠে আসবে।"
আনারুল হককে ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন পুলিশকর্তারা। পুলিশের আশ্বাস বিক্ষোভ বন্ধ করেন আনারুলের সমর্থকরা। ধরনা প্রত্য়াহার করেন আনারুল হক।
advertisement
প্রণব বন্দ্য়োপাধ্য়ায়
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্বাস্থ্য কর্মাধ্য়ক্ষের ছেলেকে অপহরণের চেষ্টা, ভোটের আগে উত্তপ্ত ধুলিয়ান
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement