Anubrata Mondal in Trouble: তিনি নন, বীরভূমে এখন শেষ কথা বলবেন কে? কলকাতা থেকে এল ফোন, আরও বিপাকে অনুব্রত
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
কয়েকদিন আগে বোলপুর থানার আইসি-কে গালিগালাজ করে এবং হুমকি বিতর্কে জড়িয়েছিলেন অনুব্রত মণ্ডল৷ সেই ঘটনাতেও দলের নির্দেশে ক্ষমা চাইতে বাধ্য হন তিনি৷
অনুব্রত মণ্ডলের উপরে ফের রুষ্ট তৃণমূল শীর্ষ নেতৃত্ব৷ আবারও ফোনে সতর্ক করা হল কেষ্টকে৷ তিনি যে আর বীরভূমে তৃণমূলের শেষ কথা নন, তা মনে করিয়ে দেওয়া হল একদা দোর্দণ্ডপ্রতাপ নেতাকে৷ অনুব্রত মণ্ডলকে দলের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বীরভূমের দলের হয়ে বৈঠক ডাকবেন একমাত্র জেলা কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়৷
গত শনিবার অনুব্রত মণ্ডল, কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায়দের কলকাতায় ডেকে একসঙ্গে কাজ করার নির্দেশ দেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি৷ ওই দিনই দুপুরে বীরভূমে তৃণমূলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ২৫ জুন বোলপুরে জেলা কমিটির বৈঠক ডাকেন কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়৷ এই মেসেজ আসার ঘণ্টা দেড়েকের মধ্যেই নিজের তৈরি করা অন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ২৫ তারিখেই জেলা কমিটির বৈঠক ডাকেন অনুব্রত৷
advertisement
আরও পড়ুন: ‘২০২৬-এ শূন্য হয়ে যাবেন’, হুঙ্কার মমতার! সাসপেন্ড বিজেপি বিধায়ক মনোজ ওরাঁও, বিধানসভায় তুলকালাম
advertisement
একই দিনে আশিস বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল জেলা কমিটিরই আলাদা আলাদা বৈঠক ডাকায় বীরভূমের দলীয় সংগঠনেই বিভ্রান্ত ছড়ায়৷ কোর কমিটির চেয়ারম্যানের সঙ্গে অন্যান্য সদস্যদের যে সমন্বয় নেই, তাও স্পষ্ট হয়ে যায়৷ অনুব্রতর এই দ্বিতীয় বার বৈঠক ডাকা নিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগও জমা পড়ে৷ তার পরই আজ দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে ফোন যায় অনুব্রতর কাছে৷ তাঁকে সাফ জানিয়ে দেওয়া হয়, দলের সাংগঠনিক মিটিং ডাকার একমাত্র অধিকারী আশিস বন্দ্যোপাধ্যায়ই৷ আলাদা করে মিটিং ডাকার ঘটনায় যে দল তাঁর উপরে ক্ষুব্ধ, সেই বার্তাও দেওয়া হয় অনুব্রতকে৷
advertisement
কয়েকদিন আগে বোলপুর থানার আইসি-কে গালিগালাজ করে এবং হুমকি বিতর্কে জড়িয়েছিলেন অনুব্রত মণ্ডল৷ সেই ঘটনাতেও দলের নির্দেশে ক্ষমা চাইতে বাধ্য হন তিনি৷ তার পরেও অনুব্রতর এই বেপরোয়া আচরণে ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব৷ কিছুদিন আগেই অনুব্রতকে বীরভূমে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়৷ এই মুহূর্তে খাতায় কলমে শুধুই কোর কমিটির সদস্য অনুব্রত৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 16, 2025 5:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal in Trouble: তিনি নন, বীরভূমে এখন শেষ কথা বলবেন কে? কলকাতা থেকে এল ফোন, আরও বিপাকে অনুব্রত