Anubrata Mondal in Trouble: তিনি নন, বীরভূমে এখন শেষ কথা বলবেন কে? কলকাতা থেকে এল ফোন, আরও বিপাকে অনুব্রত

Last Updated:

কয়েকদিন আগে বোলপুর থানার আইসি-কে গালিগালাজ করে এবং হুমকি বিতর্কে জড়িয়েছিলেন অনুব্রত মণ্ডল৷ সেই ঘটনাতেও দলের নির্দেশে ক্ষমা চাইতে বাধ্য হন তিনি৷

বিপাকে অনুব্রত মণ্ডল৷
বিপাকে অনুব্রত মণ্ডল৷
অনুব্রত মণ্ডলের উপরে ফের রুষ্ট তৃণমূল শীর্ষ নেতৃত্ব৷ আবারও ফোনে সতর্ক করা হল কেষ্টকে৷ তিনি যে আর বীরভূমে তৃণমূলের শেষ কথা নন, তা মনে করিয়ে দেওয়া হল একদা দোর্দণ্ডপ্রতাপ নেতাকে৷ অনুব্রত মণ্ডলকে দলের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বীরভূমের দলের হয়ে বৈঠক ডাকবেন একমাত্র জেলা কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়৷
গত শনিবার অনুব্রত মণ্ডল, কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায়দের কলকাতায় ডেকে একসঙ্গে কাজ করার নির্দেশ দেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি৷ ওই দিনই দুপুরে বীরভূমে তৃণমূলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ২৫ জুন বোলপুরে জেলা কমিটির বৈঠক ডাকেন কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়৷ এই মেসেজ আসার ঘণ্টা দেড়েকের মধ্যেই নিজের তৈরি করা অন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ২৫ তারিখেই জেলা কমিটির বৈঠক ডাকেন অনুব্রত৷
advertisement
advertisement
একই দিনে আশিস বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল জেলা কমিটিরই আলাদা আলাদা বৈঠক ডাকায় বীরভূমের দলীয় সংগঠনেই বিভ্রান্ত ছড়ায়৷ কোর কমিটির চেয়ারম্যানের সঙ্গে অন্যান্য সদস্যদের যে সমন্বয় নেই, তাও স্পষ্ট হয়ে যায়৷ অনুব্রতর এই দ্বিতীয় বার বৈঠক ডাকা নিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগও জমা পড়ে৷ তার পরই আজ দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে ফোন যায় অনুব্রতর কাছে৷ তাঁকে সাফ জানিয়ে দেওয়া হয়, দলের সাংগঠনিক মিটিং ডাকার একমাত্র অধিকারী আশিস বন্দ্যোপাধ্যায়ই৷ আলাদা করে মিটিং ডাকার ঘটনায় যে দল তাঁর উপরে ক্ষুব্ধ, সেই বার্তাও দেওয়া হয় অনুব্রতকে৷
advertisement
কয়েকদিন আগে বোলপুর থানার আইসি-কে গালিগালাজ করে এবং হুমকি বিতর্কে জড়িয়েছিলেন অনুব্রত মণ্ডল৷ সেই ঘটনাতেও দলের নির্দেশে ক্ষমা চাইতে বাধ্য হন তিনি৷ তার পরেও অনুব্রতর এই বেপরোয়া আচরণে ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব৷ কিছুদিন আগেই অনুব্রতকে বীরভূমে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়৷ এই মুহূর্তে খাতায় কলমে শুধুই কোর কমিটির সদস্য অনুব্রত৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal in Trouble: তিনি নন, বীরভূমে এখন শেষ কথা বলবেন কে? কলকাতা থেকে এল ফোন, আরও বিপাকে অনুব্রত
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement