TMC Resignation in Purba Medinipur: ভোটে জিতেও পর পর পদত্যাগ, শুভেন্দুর খাসতালুকে তৃণমূলে তোলপাড়! কী ঘটল তমলুকে?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Sujit Bhoumik
Last Updated:
গত মে মাসের ১৮ তারিখ সবুজ আবির উড়েছিল তমলুক টাউন ক্রেডিট কো অপারেটিভ সোসাইটির নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পর।
তমলুকে সমবায়ের বোর্ড গঠনে মানা হয়নি দলের হুইপ। তৃণমূলের দলীয় অনুশাসন মেনে হয়নি পদ বণ্টন। ঘটনায় ক্ষুব্ধ রাজ্য তৃণমূল নেতৃত্ব। দলের কড়া নির্দেশে এবার তাই একে একে পদত্যাগ করতে হলো সমবায় ভোটে জয়ী তৃণমূলের বিক্ষুব্ধ পদাধিকারীদের। যাঁরা দলের হুইপ অমান্য করেই তমলুক ক্রেডিট কো অপারেটিভ ব্যাঙ্কের পরিচালন কমিটি গঠন করেছিলেন। জয়ী প্রার্থীরা নিজেদের মতো করে পদও বণ্টন করেছিলেন বলে অভিযোগ।
দলীয় নির্দেশ না মেনে সমবায় ব্যাঙ্কের পদ দখল করা প্রত্যেককেই পদত্যাগের নির্দেশ দেয় তৃণমূল নেতৃত্ব। এবং তাঁরা প্রত্যেকেই পদত্যাগপত্র জমা দিয়েছেন।
গত মে মাসের ১৮ তারিখ সবুজ আবির উড়েছিল তমলুক টাউন ক্রেডিট কো অপারেটিভ সোসাইটির নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পর। যদিও সেই নির্বাচনে শাসক তৃণমূল বনাম তৃণমূলের মধ্যেই লড়াই দেখা গিয়েছিল! ৫৮টি আসনের মধ্যে তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়ী হন ৫৫টিতে৷ বিজেপি ২টি এবং একটি আসনে জয়ী হন নির্দল প্রার্থী৷
advertisement
advertisement
অভিযোগ, দলের নির্দেশ না মেনেই নিজেদের মতো করে পদ বণ্টন করে বোর্ড গঠন করে নেন তৃণমূলের জয়ী প্রার্থীরা৷ এই ঘটনায় প্রবল ক্ষুব্ধ হয় তৃণমূলের রাজ্য নেতৃত্ব৷ দলীয় নির্দেশ না মেনে সমবায় ব্যাঙ্কে বোর্ড গঠনের জেরে কিছুদিন আগে তমলুক সাংগঠনিক জেলাতেও বড়সড় রদবদল করে তৃণমূল নেতৃত্ব৷ এবার বিক্ষুব্ধ প্রত্যেকেই সমবায় ব্যাঙ্কের পদ ছাড়ার নির্দেশ দেওয়া হল৷ এই ঘটনায় ফের একবার তমলুকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল বলে মনে করছে রাজনৈতিক মহল৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 13, 2025 5:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC Resignation in Purba Medinipur: ভোটে জিতেও পর পর পদত্যাগ, শুভেন্দুর খাসতালুকে তৃণমূলে তোলপাড়! কী ঘটল তমলুকে?