TMC: ছাব্বিশের ভোটের আগে জঙ্গলমহলে বড় ধাক্কা তৃণমূলের, দল ছাড়ার হিড়িক! কোন ক্ষোভে পর পর পদত্যাগ?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
বেলপাহাড়ির বিনপুরের ২ নম্বর ব্লকের যুব সভাপতি রাজীব মাহাতকে সদ্য তৃণমূল কংগ্রেসের পদ থেকে সরানো হয়।
রাজু সিং, ঝাড়গ্রাম: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে জঙ্গলমহলে বড় ধাক্কা খেল শাসক দল তৃণমূল কংগ্রেস৷ ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়িতে তৃণমূল ছাড়লেন প্রায় ৯০০ কর্মী সমর্থক৷ যদিও আপাতত তাঁরা নতুন কোনও দলে যোগদান করছেন না তাঁরা৷
জানা গিয়েছে, বেলপাহাড়ির বিনপুরের ২ নম্বর ব্লকের যুব সভাপতি রাজীব মাহাতকে সদ্য তৃণমূল কংগ্রেসের পদ থেকে সরানো হয়। যুব সভাপতির বহিষ্কার নিয়ে দীর্ঘদিন ধরেই এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছিল বিনপুর ২ নম্বর ব্লক জুড়ে।
সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটল এবার৷ ব্লক স্তরের যুব সভাপতির অপসারণের প্রতিবাদে বাঁশপাহাড়ি, বেলপাহাড়ি, সন্দাপাড়া, শিলদা, ভেলাইডিয়া ও হাড়দা অঞ্চলের যুব সভাপতিরা এ দিন তাঁদের পদ থেকে পদত্যাগ করলেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিষয়টি জেলার যুব সভাপতিকে জানানো হয়েছে কিন্তু তিনি কোনও ভাবেই বিষয়টি নিয়ে কর্নপাত করেনি। তাই বাধ্য হয়েই পদত্যাগ করলেন তাঁরা৷
advertisement
advertisement
আরও অভিযোগ, নিজেদের ক্ষোভের কথা জানাতে নেতা, কর্মীরা ফোন করলেও তা তোলেন না জেলা স্তরের যুব সভাপতি৷ অপসারিত ওই নেতার অনুগামীদের অভিযোগ, অথচ এই রাজীব মাহাতই ২০১০ সালেরআরএমএস কলেজে তৃণমূল ছাত্র পরিষদের প্রার্থী ছিলেন, ২০২০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ব্লক যুব সভাপতির দায়িত্বে ছিলেন তিনি৷ দলের কাজের জন্য নিজের চাকরিও রাজীব ছেড়ে দেন বলে দাবি তাঁর অনুগামীদের৷ রাজীব মাহাতকে চক্রান্ত করে দল থেকে তাড়ানোর অভিযোগে এ দিন পাল্টা পদত্যাগ করতে শুরু করেন বিনপুর এলাকার নিচুতলার নেতা কর্মীরা৷ পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়েছেন জেলার শীর্ষ নেতৃত্ব৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 13, 2025 2:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC: ছাব্বিশের ভোটের আগে জঙ্গলমহলে বড় ধাক্কা তৃণমূলের, দল ছাড়ার হিড়িক! কোন ক্ষোভে পর পর পদত্যাগ?