সাগরদিঘিতে তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ, অভিযুক্ত কংগ্রেস

Last Updated:

মুর্শিদাবাদের সাগরদিঘিতে খুন তৃণমূলের অঞ্চল সভাপতি কাজীরুল শেখ। গতরাতে প্রচার সেরে বাড়ি ফিরছিলেন কাজীরুল। মাঝ-রাস্তায় বালিয়ার কাছে তাঁর উপর চড়াও হয় বেশ কয়েকজন। চলে মারধর।

#মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের সাগরদিঘিতে খুন তৃণমূলের অঞ্চল সভাপতি কাজীরুল শেখ। গতরাতে প্রচার সেরে বাড়ি ফিরছিলেন কাজীরুল। মাঝ-রাস্তায় বালিয়ার কাছে তাঁর উপর চড়াও হয় বেশ কয়েকজন। চলে মারধর।
জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় ৷ প্রথমে চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন কাজীরুল কিন্তু আস্তে আস্তে অবস্থার অবনতি হয় ৷ অবশেষে শনিবার সকালে মৃত্যু হয় কাজীরুল শেখের। পরিবার সূত্রে খবর শান্ত স্বভাবের কাজীরুলের সঙ্গে কখনই কারও বিবাদ ছিলনা ৷ তাঁর পরিবার কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে ৷
advertisement
advertisement
যদিও স্থানীয় কংগ্রেস অভিযোগ অস্বীকার  করেছে ৷ কংগ্রেসের দাবি পারিবারিক বিবাদের জেরেই এই খুন। কাজীরুলের মৃত্যুর সঙ্গে কংগ্রেসের কোনও যোগ নেই ৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সাগরদিঘিতে তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ, অভিযুক্ত কংগ্রেস
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement