বাঁকুড়ায় হাতির তাণ্ডবে লন্ডভন্ড ক্ষেতের ফসল, ব্য়াপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

Last Updated:

হাতির তাণ্ডবে নষ্ট হল খেতের ফসল। বৃহস্পতিবার রাতে পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে বাঁকুড়ায় ঢুকে পড়ে হাতির দল। ওই দলে একটি শাবক সহ মোট সাতটি হাতি রয়েছে।

#বাঁকুড়া: হাতির তাণ্ডবে নষ্ট হল খেতের ফসল। বৃহস্পতিবার রাতে পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে বাঁকুড়ায় ঢুকে পড়ে হাতির দল। ওই দলে একটি শাবক সহ মোট ৭টি হাতি রয়েছে।
রাত থেকেই বাঁকুড়ার জেলার তালডাংরা ও সিমলাপাল ব্লকে তাণ্ডব শুরু করে দলটি। নষ্ট হয় খেতের ধান ও শাক-সবজি। এলাকার কৃষকেরা জানিয়েছে বেশ কয়েকটি হাতি মেদিনীপুর থেকে বাঁকুড়ায় প্রবেশ করে, চাষের জমিতে প্রবেশ করে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে ৷ এ বছরে ফসলের ফলন ভালই কিন্তু মুহূর্তের মধ্যে সব লন্ডভন্ড হয়ে যায় ৷
advertisement
advertisement
রাতেই বন দফতরকে বিষয়টি জানান গ্রামবাসী। কিন্তু তারপরও হাতি তাড়াতে বন দফতর কোনও উদ্যোগ নেয়নি বলে অভিযোগ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাঁকুড়ায় হাতির তাণ্ডবে লন্ডভন্ড ক্ষেতের ফসল, ব্য়াপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement