TMC MLA death: বাড়িতেই হৃদরোগে আক্রান্ত, হাসপাতালে নিয়ে যাওয়ার আগে সব শেষ! প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ

Last Updated:

তৃণমূলের জন্মলগ্ন থেকেই শাসক দলের সঙ্গে ছিলেন নাসিরুদ্দিন আহমেদ৷ ২০১১ সালে প্রথম বার কালিগঞ্জ থেকে জিতে বিধায়ক হন তিনি৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
সমীর রুদ্র, কালিগঞ্জ: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল নদিয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের। শনিবার রাতে বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন প্রবীণ এই তৃণমূল বিধায়ক৷ দ্রুত তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
বিধায়কের পরিবার সূত্রে খবর, শনিবার রাত ১১.৫০ মিনিট নাগাদ বাড়িতেই অসুস্থ বোধ করেন তিনি৷ এর পরই তাঁকে পলাশির মীরা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই ৭১ বছর বয়সি নাসিরুদ্দিন আহমেদকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷
প্রয়াত কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ৷
advertisement
advertisement
প্রয়াত কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ৷
দলের প্রবীণ বিধায়কের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘আমার সহকর্মী নদিয়ার কালীগঞ্জের বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের (লাল) আকস্মিক প্রয়াণে আমি শোকাহত৷ একজন প্রবীণ জনসেবক এবং রাজনৈতিক প্রতিনিধি হিসেবে তিনি আমাদের বিশ্বস্ত সম্পদ ছিলেন৷ তিনি একজন আইনজীবী এবং সমাজকর্মীও ছিলেন৷ তিনি আমার কাছে সত্যিই খুব মূল্যবান ছিলেন৷ তাঁর পরিবার, বন্ধু এবং অনুগামীদের আমার সমবেদনা জানাই৷’
advertisement
advertisement
কালীগঞ্জের তৃণমূল বিধায়কের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও৷
তৃণমূলের জন্মলগ্ন থেকেই শাসক দলের সঙ্গে ছিলেন নাসিরুদ্দিন আহমেদ৷ ২০১১ সালে প্রথম বার কালিগঞ্জ থেকে জিতে বিধায়ক হন তিনি৷ ২০১৬ সালে অবশ্য সিপিএম কংগ্রেসের জোটপ্রার্থীর কাছে পরাজিত হন তিনি৷ ফের ২০২১ সালে কালিগঞ্জ কেন্দ্র থেকে নাসিরুদ্দিনকেই প্রার্থী করে তৃণমূল কংগ্রেস৷ ফের জিতে বিধায়ক হন তিনি৷
advertisement
বিধায়কের মৃত্যুতে জেলার রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে৷ আজ দলের নেতাকর্মীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC MLA death: বাড়িতেই হৃদরোগে আক্রান্ত, হাসপাতালে নিয়ে যাওয়ার আগে সব শেষ! প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement