Lovely Maitra controversy: বেফাঁস মন্তব্যের জের, বিধায়ক লাভলি মৈত্রকে সতর্ক করল তৃণমূল

Last Updated:

Lovely Maitra controversy: সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রের করা একটি মন্তব্য নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়। লাভলি মৈত্রকে সতর্ক করল তৃণমূল কংগ্রেস।

সতর্ক করা হল লাভলি মৈত্রকে।
সতর্ক করা হল লাভলি মৈত্রকে।
কলকাতা: লাভলি মৈত্রকে সতর্ক করল তৃণমূল কংগ্রেস। সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রের করা একটি মন্তব্য নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়। সেই মন্তব্যের জেরেই লাভলি মৈত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল বলে জানা গিয়েছে।
আরজি করে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে একটি অবস্থান বিক্ষোভে অংশ নিয়েছিলেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। সেখানেই তিনি ‘বদলা-বদল’ প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, “বদল তো ২০১১-এ হয়েছিল, ২০২৪-এ বদলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙুল কেউ তোলে, সেই আঙুল কী করে নামাতে হয়, আমরা খুব ভাল ভাবে জানি”।
advertisement
advertisement
সেই সঙ্গে তিনি চিকিৎসকদের একাংশকে আক্রমণ করে বলেন, “কসাইতে পরিণত হচ্ছেন ডাক্তাররা”। সেই মন্তব্যের প্রেক্ষিতেই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে সতর্ক করা হয় তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রকে। সেই সঙ্গে দলের পক্ষ থেকে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা থেকে ভবিষ্য়তে বিরত থাকতে বলা হয় লাভলি মৈত্রকে।
advertisement
আরজি কর কাণ্ডের পরে চিকিৎসকদের আন্দোলন নিয়ে এমনিতেই চাপে রাজ্য। দলের পক্ষ থেকে বারবার চিকিৎসকদের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হচ্ছে। এর মধ্যেই এই ধরনের মন্তব্যে সমালোচনা শুরু হয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lovely Maitra controversy: বেফাঁস মন্তব্যের জের, বিধায়ক লাভলি মৈত্রকে সতর্ক করল তৃণমূল
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement