Loksabha Election 2024: নজরে মতুয়া গড়, বনগাঁ লোকসভায় বিশেষ নজর তৃণমূলের
- Published by:Teesta Barman
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Loksabha Election 2024: এখন থেকেই জোরদার প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস। ২০০১ সালে জ্যোতিপ্রিয় গাইঘাটার বিধায়ক হওয়ার পর থেকে এই জেলায় তাঁর প্রভাব বাড়তে থাকে। দলের জেলা পর্যবেক্ষক ও জেলা সভাপতির পদ সামলেছেন দীর্ঘ দিন ধরে।
নজরে বনগাঁ লোকসভা। ২০১৯ সালে লোকসভায় এই আসনে পরাজিত হয় তৃণমূল কংগ্রেস। ২০২১ সালেও রাজ্য জুড়ে ভাল ফল করলেও, বনগাঁ লোকসভা আসনের একাধিক বিধানসভা আসন হাতছাড়া হয়। এই পরিস্থিতিতে এই আসন হাতছাড়া করতে চাইছে না শাসক দল। তাই এখন থেকেই জোরদার প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস। ২০০১ সালে জ্যোতিপ্রিয় গাইঘাটার বিধায়ক হওয়ার পর থেকে এই জেলায় তাঁর প্রভাব বাড়তে থাকে। দলের জেলা পর্যবেক্ষক ও জেলা সভাপতির পদ সামলেছেন দীর্ঘ দিন ধরে।
২০২১ সালে বিধানসভা ভোটের পরে উত্তর ২৪ পরগনা জেলা ভেঙে তৃণমূলে আলাদা চারটি (বনগাঁ, বারাসত, বসিরহাট এবং দমদম-ব্যারাকপুর) সাংগঠনিক জেলা তৈরি হয়। তার আগে পর্যন্ত জ্যোতিপ্রিয়ই জেলা সভাপতি ছিলেন। গোটা জেলা তাঁর প্রভাব ছিল সর্বজনবিদিত। যে কোনও ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন তিনি। মতুয়া ভোট তৃণমূলের অনুকূলে আনার ক্ষেত্রেও তাঁর ভূমিকার কথা মানেন দলের অনেকে।
advertisement
advertisement
রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন হাবড়ার বিধায়ক তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কয়েক মাসের মধ্যে লোকসভা ভোট। জ্যোতিপ্রিয় কবে জেল থেকে ছাড়া পাবেন, তা নিশ্চিত নয়। জেলা নেতাদের নিয়ে বৈঠক করে কমিটি গড়ে দিয়েছেন দলনেত্রী মমতা।কমিটিতে জায়গা পেয়েছেন নারায়ণ গোস্বামী, তাপস রায়, নুরুল ইসলাম, রথীন ঘোষ, বিশ্বজিৎ দাস, বীণা মণ্ডল, পার্থ ভৌমিক, সুজিত বসু। এরা এখন নজর দিচ্ছেন বনগাঁ লোকসভা কেন্দ্রে।
advertisement
রাজনৈতিক দিক থেকেও এই আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মতুয়া ভোট৷ আর এই বনগাঁ লোকসভার সঙ্গে জড়িয়ে আছে নদীয়া জেলার একটা বিধানসভা আসনও৷ এই অবস্থায় বনগাঁ ও রাণাঘাট পাশাপাশি দুই লোকসভার ক্ষেত্রে অবশ্যই টার্গেট থাকে মতুয়া ভোট। ইতিমধ্যেই সিএএ ও এন আর সি ইস্যু নিয়ে দুই পক্ষই চাপ বাড়াচ্ছে৷ তার মধ্যে তৃণমূল কংগ্রেস চাইছে এখন থেকে ব্লক ভিত্তিক পরিষেবামূলক প্রচারকে জোর দিয়ে এই লোকসভায় এগোতে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 16, 2023 11:26 AM IST