TMC: ২০২৬-এ হাইভোল্টেজ তমলুক কেন্দ্রে তৃণমূল প্রার্থী কে? আগেভাগেই ঘোষণা করে দিলেন তৃণমূল বিধায়ক! শুভেন্দুকে 'উচিত শিক্ষার' চ্যালেঞ্জ
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Sujit Bhowmik
Last Updated:
TMC: তমলুকের ডিমারি থেকে কাঁকটিয়া পর্যন্ত বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর সভার পাল্টা মিছিল করে তৃণমূল।
তমলুক: ভোট ঘোষণার অনেক আগেই প্রার্থী ঘোষণা! তমলুক বিধানসভা কেন্দ্রে ফের তৃণমূল প্রার্থী হচ্ছেন সৌমেন মহাপাত্র? প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করার পাশাপাশি আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তমলুক কেন্দ্রে তৃণমূল প্রার্থী সৌমেন মহাপাত্রকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান নন্দকুমার বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক সুকুমার দে।
advertisement
বিতর্কিত মন্তব্য করে সুকুমার দে বলেন, ”বিপুল ভোটে জয়ী করে শুভেন্দুর মুখে জুতো মারুন।” তৃণমূল বিধায়কের এমন কুরুচিকর মন্তব্যে ফের বিতর্ক তৈরি হয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, তমলুকের ডিমারি থেকে কাঁকটিয়া পর্যন্ত বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর সভার পাল্টা মিছিল করে তৃণমূল। মিছিল শেষে কাঁকটিয়া বাজারে একটি সভাও করে তৃণমূল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে নন্দকুমারের তৃণমূল বিধায়ক সুকুমার দে বলেন, ”প্রতিটা কর্মীদের প্রতিশ্রুতি নিতে হবে, আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে সৌমেন মহাপাত্রকে বিপুল ভোটে জেতাতে হবে। তারপর শুভেন্দু অধিকারীর মুখে জুতো মেরে বুঝিয়ে দিতে হবে ওই অপদার্থর এখানে স্থান নেই।”
advertisement
এখানেই শেষ নয়, তৃণমূল বিধায়কের আরও মন্তব্য, ”আজকের সভার পর শুভেন্দু অধিকারী পিছন দরজা দিয়ে কাঁথি পালিয়ে যাও, কাঁথি থেকে ওড়িশায় জগন্নাথের কাছে গিয়ে ধর্না দাও। বলো, আমাকে বাঁচাও। তবে জগন্নাথ দেবও আপনাকে বাঁচাতে পারবে না।”
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
September 11, 2025 7:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC: ২০২৬-এ হাইভোল্টেজ তমলুক কেন্দ্রে তৃণমূল প্রার্থী কে? আগেভাগেই ঘোষণা করে দিলেন তৃণমূল বিধায়ক! শুভেন্দুকে 'উচিত শিক্ষার' চ্যালেঞ্জ