South 24 Parganas News: জয়ের পরেই নিজের কেন্দ্রের প্রতি বুথে যাওয়ার আশ্বাস সায়নীর
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
এবার লড়াই যথেষ্ট কঠিন ছিল বলে বক্তব্যে । দলের কর্মীদের জন্যই এই জয় সম্ভব হয়েছে জয়ের পর সোনারপুর উত্তর বিধানসভায় জানালেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ।
দক্ষিণ ২৪ পরগনা: ভোটে জয়লাভ করার পর যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ কর্মী সমর্থকদের সঙ্গে উৎসবে মেতে উঠলেন। তিনি এই প্রথমবার সাংসদ হলেন এবং মানুষের জন্য তিনি কাজ করতে চান এমনটাই জানিয়েছেন। পাশাপাশি তিনি আরও বলেন যাদবপুর লোকসভা কেন্দ্রে আমার কাছে একটি চ্যালেঞ্জিং এবং প্রেসটিজের লড়াই ছিল । এই জয়টি শুধুমাত্র সায়নী ঘোষের নয় যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রতিটি তৃণমূল সৈনিক কর্মীদের জয় । কারণ ভোটের সময় এই সমস্ত লোকসভা কেন্দ্রের তৃণমূল কর্মী সমর্থকরা প্রতিটি বুথে বুথে গিয়ে বলেছেন আমিই সায়নী ঘোষ আমাকে ভোট দিন, এটাই তার প্রতিফলন। এবং এই জয়টাকে তিনি তার মাকেও উৎসর্গ করেন। মা ছাড়া প্রথম জয়লাভ।
এর পাশাপাশি তিনি আরও বলেন। বিজেপি নেতা তথাগত রায়ের বাড়িতে মিষ্টি পাঠাতে চাই। জয়ের পর সোনারপুর উত্তর বিধানসভায় জানালেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ। এবার লড়াই যথেষ্ট কঠিন ছিল বলে বক্তব্যে । দলের কর্মীদের জন্যই এই জয় সম্ভব হয়েছে বলে তিনি জানান। আগামী পাঁচ বছরে তার লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথে তিনি যাবেন। যেখানে যা যা সমস্যা আছে তার সমাধানের চেষ্টা করবেন বলে জানান তিনি। তৃণমূল নেত্রী যেভাবে গাইডলাইন দেবেন সেভাবেই তিনি আগামীদিনে কাজ করবেন বলে স্পষ্ট বক্তব্য সায়নীর। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের কামালগাজিতে বিজয় সভা হয়। সেখানে দলীয় কর্মীরা তাকে সম্বর্ধনা দেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 06, 2024 3:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: জয়ের পরেই নিজের কেন্দ্রের প্রতি বুথে যাওয়ার আশ্বাস সায়নীর