দোল, হোলিতে প্রচার বন্ধ,মৌসম বেনজির নূরের থাকবে শুধুই রঙ খেলা

  • Last Updated :
  • Share this:

    #মালদহ: আজ মৌসম বড়া রঙ্গিন হ্যায়। লাল-হলুদ-সবুজ। মৌসম এখন হরেক রঙের। মালদহ কলেজে বসন্ত উৎসবে যোগ দিয়েছিলেন মালদহ উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর।

    রাজনীতির রং নয়.. বসন্তের রঙ রাঙিয়ে দিল মৌসম বেনজির নূরকে। মালদহ কলেজে আয়োজন হয়েছিল বসন্ত উৎসবের। সেখানেই দলের নেতা কর্মীদের নিয়ে হাজির হন মৌসম। তারপরেই... খেলব হোলি মুডে...

    আরও পড়ুন - বলিউডের বিখ্যাত তারকাকে অনেকদিন ধরে পিছু করতেন ক্যাবচালক, শাস্তি পেলেন হাতেনাতে

    ছাত্রছাত্রীরা মৌসম ও তৃণমূল নেতা কর্মীদের মঞ্চে বরণ করে নেন। প্রার্থীকে সামনে পেয়ে খুশি তাঁরাও।বসন্ত মানেই মৌসম রঙ্গিন... আর যাঁর নামেই মৌসম... তিনিও কি আর রং থেকে দূরে থাকতে পারেন? তাই মৌসম বড়া রঙ্গিন হ্যায়..........

    আরও দেখুন

    First published:

    Tags: BattleOf2019election, ElectionsWithNews18