Tmc Candidate: অভিষেকের সভার একদিন আগেই অভিনব কাণ্ড! তৃণমূল প্রার্থীকে ঘিরে যা ঘটল, ফলাফল যেন স্পষ্ট

Last Updated:

Tmc Candidate: বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডা. শর্মিলা সরকারের সমর্থনে শুক্রবার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে জনগর্জন সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শর্মিলাকে ঘিরে উচ্ছ্বাস
শর্মিলাকে ঘিরে উচ্ছ্বাস
বর্ধমান: পূর্ব বর্ধমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের একদিন আগে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডা. শর্মিলা সরকারের প্রতি সমর্থন জানালেন। তাঁদের প্রিয় অধ্যাপক তথা বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডা. শর্মিলা সরকারের সমর্থনে এগিয়ে এলেন ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পড়ুয়ারা। মানুষের কাছে তাঁদের দাবি, আসন্ন লোকসভা নির্বাচনে মানুষ যেন তাঁদের প্রিয় অধ্যাপককেই বিপুল ভোটে জয়যুক্ত করেন। পড়ুয়াদের বক্তব্য, শিক্ষাক্ষেত্রের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনেও ডা. সরকারের অবদান অনস্বীকার্য। ছাত্রছাত্রীরা মানুষের কাছে তাঁকে জয়ী করানোর আবেদন রাখার পাশাপাশি তাঁর ভোট প্রার্থী হওয়া নিয়ে নিজেদের গর্বিত বলেও দাবি করেন।
ডা. সরকারেরই একজন ছাত্রী হলেন অঙ্কিতা সলুই। তিনি বলেন, ডা. সরকার একজন অসাধারণ শিক্ষিকা। তিনি যেভাবে রাজনীতিতে চিকিৎসক সমাজের প্রতিনিধিত্ব করছেন, তারও প্রশংসা করেন অঙ্কিতা। তাঁর কথায়, ‘‘তিনি আমজনতার সমস্যা কেন্দ্রীয় সরকারের সামনে তুলে ধরার সুযোগ পাবেন। এতে আমরা গর্বিত। চিকিৎসক হিসাবে তিনি ইতিমধ্যেই সমাজের সেবা করছেন। এবার বৃহত্তম মঞ্চেও একই কাজ করবেন তিনি। তাঁর এই লড়াইয়ে আমরা তাঁর সঙ্গে আছি এবং তাঁকে শুভকামনা জানাচ্ছি।’’
advertisement
advertisement
উল্লেখ্য, তাঁর সমর্থনে শুক্রবারই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে জনগর্জন সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার একদিন আগেই এই ঘটনা ঘটল। কলকাতার ব্রিগেড ময়দান থেকে শুরু হওয়া তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক জনগর্জন সভার পর এটা পঞ্চম সভা হতে চলেছে।
advertisement
বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বাসিন্দা তথা চূড়ান্ত বর্ষের পড়ুয়া সুজয় মান্না জানিয়েছেন, ডা. সরকার ছাত্র কল্যাণে নিবেদিত প্রাণ। পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য তাঁর অবদানের কথাও উল্লেখ করেছেন তিনি। সুজয় মান্নার কথায়, “শর্মিলা ম্যাড্যাম শুধুমাত্র আমাদের পড়াশোনার ক্ষেত্রেই সাহায্য করেন তা নয়, আমাদের মানসিক স্বাস্থ্যও যাতে ভালো থাকে সেই বিষয়ও খেয়াল রাখেন। আমরা ওঁকে দীর্ঘদিন ধরে চিনি এবং ওঁর কাউনসেলিং-এর মাধ্যমে এক ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। মনোবিজ্ঞানে ওঁর জ্ঞান মানুষের চাহিদা বুঝতে ওঁকে সাহায্য করবে।” সুজয় আরও জানান যে, তিনি চান তাঁর লোকসভা কেন্দ্র থেকে ডা. শর্মিলা সরকার বিপুল ভোটে জয়যুক্ত হন।
advertisement
শুধু পড়ুয়ারা নন, ডা. শর্মিলা সরকারের সমর্থনে এগিয়ে এসেছেন তাঁর সহকর্মীরাও। ডা. সরকারের সঙ্গে নিজের দীর্ঘ মেডিক্যাল জীবনের যাত্রার কথা উল্লেখ করে বিখ্যাত শিশু বিশেষজ্ঞ তথা ডা. শর্মিলা সরকারের ব্যাচমেট ডা. মিঠুন ঘোষ জানিয়েছেন, “গত ২৬ বছর ধরে, আরজি কর হাসপাতালে আমাদের কলেজের সময় থেকে আমি তাঁকে চিনি। যেহেতু তিনি একটি মধ্যবিত্ত ভদ্র পরিবার থেকে এসেছেন, মেডিকেল ডিগ্রি পাওয়ার পর তিনি তাঁর জীবনকে সমাজের কাজে উৎসর্গ করেছিলেন। বর্ধমান পূর্ব থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদ পদপ্রার্থী হওয়ার জন্য আমি তাঁকে অভিনন্দন জানাতে চাই। তিনি একজন যোদ্ধা এবং বিভিন্নভাবে মানুষকে সাহায্য করেছেন। আমি নিশ্চিত, তাঁর কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং নিজের প্রতি বিশ্বাস তাঁকে অনেক দূর নিয়ে যাবে এবং তিনি তাঁর নির্বাচনী এলাকার জনগণের আশা পূরণ করতে সক্ষম হবেন,” তিনি জানিয়েছেন।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tmc Candidate: অভিষেকের সভার একদিন আগেই অভিনব কাণ্ড! তৃণমূল প্রার্থীকে ঘিরে যা ঘটল, ফলাফল যেন স্পষ্ট
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement