তৃণমূল প্রার্থী ও তাঁর ভাইকে খুনের চেষ্টা, অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
Last Updated:
তৃণমূল প্রার্থী ও তাঁর ভাইকে খুনের চেষ্টার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগণার মন্দিরবাজার এলাকায় ৷ অভিযোগের তীর বিজেপির দিকে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷
#দক্ষিণ ২৪ পরগণা: তৃণমূল প্রার্থী ও তাঁর ভাইকে খুনের চেষ্টার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগণার মন্দিরবাজার এলাকায় ৷ অভিযোগের তীর বিজেপির দিকে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷
পরিবারের অভিযোগ, ধারাল অস্ত্র দিয়ে দু'জনকে কোপানো হয় দু’জনকে। পিঠে ও মাথায় গুরুতর আঘাত নিয়ে দু'জনকে চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বিজেপি প্রার্থীর উপস্থিতিতে হামলা হয় বলে অভিযোগ।
advertisement
কড়া নিরাপত্তার মধ্যে আজ শুরু হয়েছে পঞ্চায়েত ভোট ৷
• রাজ্যে মোট জেলা পরিষদ আসন ৮২৫ - তার মধ্যে ৬২১ আসনে ভোট সোমবার - জেলা পরিষদের ২০৩ আসনে ভোট হবে না - গাজোল আসনে প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত
advertisement
• পঞ্চায়েত সমিতিতে মোট আসন ৯ হাজার ২১৭ - এর মধ্যে ৬ হাজার ১৫৭টি আসনে ভোট সোমবার - ভোট হবে না পঞ্চায়েত সমিতির ৩ হাজার ৫৯ আসনে - করিমপুরে প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত ৷
• গ্রাম পঞ্চায়েতে মোট আসন ৪৮ হাজার ৬৫০ - গ্রাম পঞ্চায়েতে ৩১ হাজার ৮২৭ আসনে ভোট সোমবার - গ্রাম পঞ্চায়েতের ১৬ হাজার ৮১৪ আসনে ভোট হবে না - প্রার্থীর মৃত্যুতে ৯টি আসনে ভোট স্থগিত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 14, 2018 8:55 AM IST