#রানিনগরঃ বোমাবাজি (Bombing), ভোটারদের বুথে যেতে বাধা, বিজেপি প্রার্থীর (BJP Candidate) গাড়িতে হামলা (Car Vandalized), মোর্চা এজেন্টদের বুথে বসতে বাধা-সহ একাধিক অশান্তির জেরে ভোটের (West Bengal Assembly Election 2021 Phase 7) সকাল থেকে সংবাদের শিরোনামে মুর্শিদাবাদের (Mursidabad) রানিনগর (Raninagar)। এ দিন ভোট শুরুর আগের রাতে রানিনগরের পানিপিয়ায় বোমায় জখম মহিলা কংগ্রেস সমর্থক আরিজান বেওয়া। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ওই কংগ্রেস সমর্থক।
ভোটের দিন সকালে রানিনগরে ভোটারদের ভোটদানে বাধার অভিযোগ ওঠে একাধিক বুথে। ২৩০ ও ২৩১ নম্বর বুথ এলাকায় উত্তেজনা ছড়ায় ভোটদানে বাধা দিলে। তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে। যদিও ভোটারদের বাধার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পাশাপাশি, মহিলাদের ভোটদানেও বাধার অভিযোগ ওঠে রানিনগরের একটি বুথে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। মহিলারা ভোট দিতে গেলে তাঁদের বাধা দেওয়া হয়। এমনকি হুমকির অভিযোগ ওঠে। যদিও ঘটনার কথা অস্বীকার করেছেন তৃণমূল (TMC)।
এ দিকে, বিজেপি প্রার্থীর (BJP Candidate) গাড়িতে হামলা অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে রানিনগর। রানিনগর সেনপাড়ায় বিজেপি প্রার্থী মাসোহারা খাতুনের গাড়িতে হামলা হয় বলে অভিযোগ। পাশাপাশি, বিজেপি এজেন্টকে মারধর করা হয় বলেও অভিযোগ। বিজেপি প্রার্থীর দাবি, ওই এলাকায় ভোটারদের ভয় দেখিয়ে ভোটদানে বাধা দেওয়া ও পোলিং এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ পেয়ে সেখানে গেলে তৃণমূল আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীরা তাঁকে আটকে রাখে।পরে পুলিশ গিয়ে বিজেপি প্রার্থীকে উদ্ধার করে। যদিও গাড়ি ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনার রিপোর্ট তলব করে কমিশন। যদিও পরে বিজেপি প্রার্থীর উপর কোনও হামলার ঘটনা ঘটেনি বলেই জানিয়েছে নির্বাচন কমিশন।
অন্যদিকে, এ দিন মোর্চা এজেন্টদের বুথে বসতে বাধার দেয় বলেও অভিযোগ। রানিনগরের ৬১ নম্বর বুথে উত্তেজনা ছড়ায় মোর্চা এজেন্টদের বুথে বসতে বাধা দিলে। মোর্চা প্রার্থী ফিরোজা বেগমের দাবি, তৃণমূলের কর্মীরা এজেন্ট বস্তে বাধা দিয়েছে। যদিও বাধার অভিযোগ অস্বীকার করে তৃণমূল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।