Contai Cooperative Bank Election: কেন্দ্রীয় বাহিনী দিয়েও থামল না অশান্তি! কাঁথির সমবায় ভোটে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, অবরোধ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:Sujit Bhoumik
Last Updated:
Contai Cooperative Bank Election: কোলাঘাট, হেঁড়িয়া-সহ একাধিক ভোট গ্রহণ কেন্দ্রে তৃণমূল-বিজেপি বচসা ঘিরে অশান্তিকর পরিস্থিতি তৈরি হয়।
কাঁথি: কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোট গ্রহণ ঘিরে উত্তেজনা। সকাল থেকে মোটামুটি শান্তিপূর্ণ পরিস্থিতি থাকলেও বেলা বাড়তেই অশান্তি শুরু হয়। কোলাঘাট, হেঁড়িয়া-সহ একাধিক ভোট গ্রহণ কেন্দ্রে তৃণমূল-বিজেপি বচসা ঘিরে অশান্তিকর পরিস্থিতি তৈরি হয়।
কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট গ্রহণ সত্ত্বেও আটকানো গেলোনা অশান্তি। হেঁড়িয়ার ভোট অশান্তি নিয়ে তৃণমূল বিজেপি চাপান উতোর। হেঁড়িয়ায় সমবায়ের ভোট গ্রহণ ঘিরে অশান্তি উত্তেজনা। ভোট গ্রহণ কেন্দ্রের সামনে তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে বচসা বাকযুদ্ধ ঘিরে উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ বাহিনী। রামনগরে পথঅবরোধ করল বিজেপি, বিজেপির কর্মীদের মারধরের অভিযোগে।
advertisement
advertisement
কাঁথিতে আয়ুর্বেদ কলেজের ভোট কেন্দ্রের সিপিআইএমের বুথ ক্যাম্প ভাঙ্গার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট গ্রহণ সত্ত্বেও কাঁথি শহরের আয়ুর্বেদ কলেজে প্রবল অশান্তি। প্রসঙ্গত, কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের ভোটের দায়িত্ব ভার তৃণমূল নেতা অখিল গিরিকে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
অশান্তি কোলাঘাটেও। ভোট গ্রহণ কেন্দ্রের সামনে উত্তেজনা। বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে বচসা ঘিরে অশান্তি। কোলাঘাট থানার পুলিশ দু’দলের সমর্থকদের সরিয়ে দেয়। ভোট কেন্দ্রের সামনে বিজেপি ও তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা জমায়েত করেছেন। জমায়েত করা তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকরা বচসায় জড়ায়।
আরও পড়ুন: বাকি ঠিক ১৫ দিন…জানুয়ারিতেই বড় বদল ৫ রাশির কপালে! সৌভাগ্যের বন্ধ দরজা খুলবে, টাকার বন্যা
advertisement
কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোট গ্রহণকে কেন্দ্র করে ভোট শুরুর আগে থেকেই বিশেষ উত্তেজনা শাসক দল এবং বিরোধী দলের মধ্যে। সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হচ্ছে। ভোটে কারচুপি রুখতে বুথে বুথে সিসি ক্যামেরা বসানো হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এলাকার একটি সমবায় ব্যাঙ্কের ভোট গ্রহণকে কেন্দ্র করে পরিস্থতি এবং প্রস্তুতি লোকসভা বা বিধানসভার ভোটগ্রহণের চেয়ে কিছু কম নয়। তবে, অশান্তি আটকানো যায়নি এত প্রস্তুতি সত্ত্বেও।
advertisement
পঙ্কজ দাশরথী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 15, 2024 1:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Contai Cooperative Bank Election: কেন্দ্রীয় বাহিনী দিয়েও থামল না অশান্তি! কাঁথির সমবায় ভোটে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, অবরোধ