South 24 Parganas News: কুলতলিতে ফের বাঘের আতঙ্ক!
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
কুলতলিতে ফের বাঘের আতঙ্ক! বাঘের হানার খবর ছড়িয়ে পড়ে দেউলবাড়ি গ্রামে
সুন্দরবন: কুলতলিতে ফের বাঘের আতঙ্ক! বাঘের হানার খবর ছড়িয়ে পড়ে দেউলবাড়ি গ্রামে। মাতলা ও মাকড়ি নদীর সংযোগ স্থল পেরিয়ে বাঘটিকে গ্রামের ধান খেতের ঢুকতে দেখেন এক মৎস্যজীবী। সেই খবর দ্রুত ছড়িয়ে পড়ে গ্রামে। আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় বনদফতরের ও পুলিশে। বাঘটিকে ধরার জন্য আপাতত তিনটি খাঁচা পাতা হয়েছে। এলাকায় শুরু হয়েছে নজরদারি।গতবার কুলতলির মৈপীঠ-বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের নগেনাবাদ গ্রামে হানা দিয়েছিল দক্ষিণরায়।
আরও পড়ুন: পোলট্রি ফার্মে বিধ্বংসী আগুন, ভষ্মীভূত তিন হাজার মুরগি! মাথায় হাত মালিকের
এবার রাতের ঘুম উড়েছে দেউলবাড়ি গ্রামের বাসিন্দাদের। এক মৎস্যজীবী প্রথমে বাঘটিকে দেখতে পায়। তিনি গ্রামবাসীদের বিষয়টি জানান। এলাকায় বাঘের ছাপও দেখা গিয়েছে। খবর দেওয়া হয় পুলিশ ও বনদফতরের। খবর পেয়েই জাল ও খাঁচা নিয়ে গ্রামে আসে বনদফতরের কর্মীরা। খুব প্রয়োজন ছাড়া গ্রামবাসীদের বাড়িতে থেকে বেরতে নিষেধ করেছে পুলিশ।স্থানীয় সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় মাতলা ও মাকড়ি নদীর সংযোগস্থল দিয়ে একটি বাঘকে লোকালয়ে ঢুকতে দেখেন এক মৎস্যজীবী। তাঁর কাছ বাঘের কথা শোনার পর ভীত গ্রামবাসীরা খবর দেন পুলিশ এবং বন দফতরকে। রাতেই ঘটনাস্থলে যান বন দফতরের কর্মীরা। গিয়েছিল পুলিশও। রবিবার সকাল থেকে খোঁজ চলছে বাঘের। তবে এখনও দেখা মেলেনি।
advertisement
আরও পড়ুন: এবার অনলাইনেই কাম তামাম! আবদেনের এক সপ্তাহের মধ্যেই মিলবে পঞ্চায়েতের সার্টিফিকেট
প্রশাসন সূত্রে খবর, এ বার কুলতুলির দেউলবাড়ি গ্রামে বাঘের আতঙ্ক শুরু হয়েছে। লোকালয়ে একটি বাঘ ঢুকে পড়েছে বলে মনে করা হচ্ছে। তার পর রাত থেকে অভিযান চলছে বন দফতর এবং পুলিশের। বাঘ ধরতে রাতেই খাঁচা বসানো হয়েছে। কিন্তু এখনও খাঁচাবন্দি হয়নি বাঘ। অন্য দিকে, এলাকার মানুষ ভীত এবং সন্ত্রস্ত। বাঘ যাতে লোকালয় অথবা লোকালয় সংলগ্ন এলাকায় চলে যেতে না পারে, সে জন্য জাল দিয়ে কয়েকটি জায়গা ঘেরার কাজ শুরু হয়েছে।বন বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, লোকালয় সংলগ্ন এলাকায় বাঘ ঢুকে পড়েছে বলে খবর পেয়ে রাতেই সেখানে পৌঁছান তাঁরা। বনদফতর ও কুলতলি থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাঘ কোন দিকে গিয়েছে তার সন্ধানও করেন। বাঘ ধরতে রাতেই খাঁচা বসানো হয়। যদিও রবিবার সকাল পর্যন্ত সেই বাঘের দেখা পাওয়া যায়নি।আধিকারিকরা জানিয়েছেন রবিবার সকাল থেকে বাঘের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বাঘ যাতে লোকালয় সংলগ্ন এলাকায় চলে আসতে না পারে তার জন্য জাল দিয়ে ঘেরার কাজ করা হবে।
advertisement
advertisement
এদিকে, বাড়ির পাশেই বাঘ ঘুরে বেড়াচ্ছে বলে জানার পরেই আতঙ্কে ঘুম উড়েছে স্থানীয়দের। সকালেও তাঁদের চোখে-মুখে আতঙ্ক। তবে এখন একা, বিশেষ করে রাতের অন্ধকারে কেউ যাতে বাড়ির বাইরে না যান সেই বিষয়ে বাসিন্দাদের সচেতন করছেন পুলিশ এবং বন বিভাগের কর্মীরা।
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 30, 2025 2:22 PM IST