Panchayat Certificate: এবার অনলাইনেই কাম তামাম! আবদেনের এক সপ্তাহের মধ্যেই মিলবে পঞ্চায়েতের সার্টিফিকেট
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
সাত দিনের মধ্যে সার্টিফিকেট ইস্যু করা হবে। সম্প্রতি পঞ্চায়েত দফতর এমনই সার্কুলার দিয়েছে
দক্ষিণ ২৪ পরগনা: এবার অনলাইনে আবদেন করলে এক সপ্তাহের মধ্যে মিলবে পঞ্চায়েতের সার্টিফিকেট। দ্রুততার সঙ্গে কাজে গতি আনতে এই সিদ্ধান্ত,উপকৃত হবেন সকলেই। পঞ্চায়েতের একাধিক সার্টিফিকেট পেতে অনলাইনে আবদেন করার কথা আগেই জানিয়েছিল পঞ্চায়েত দফতর। এবার নির্দিষ্ট সময়ের মধ্যেই সেই সার্টিফিকেট পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
জানা গিয়েছে, ঘরে বসেই মোবাইল থেকে বিভিন্ন রকমের সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে। রাজ্যের পঞ্চায়েত দফতরের তরফে বিশেষ অ্যাপ আনা হচ্ছে। সেটির মাধ্যমে স্থায়ী বাসিন্দা বা আয়ের জন্য সার্টিফিকেট পেতে আবেদন করা যাবে। মোট ৬ রকমের সার্টিফিকেট মিলবে।
সাত দিনের মধ্যে সার্টিফিকেট ইস্যু করা হবে। সম্প্রতি পঞ্চায়েত দফতর এমনই সার্কুলার দিয়েছে। কাজে দ্রুততা আসলে উপকার পাবেন সকলে। এছাড়া বিভিন্ন পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের অধীনে যে সমস্ত গেস্টহাউস, হোম স্টে রয়েছে সেগুলিও অনলাইনে বুকিং করা যাবে। করা যাবে অনলাইন ট্যাক্স পেমেন্ট।
advertisement
advertisement
তবে স্থানীয়রা সবথেকে বেশি লাভবান হবেন সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে। আবেদন করার সাত দিনের মধ্যে সার্টিফিকেট না পাওয়া গেলে তাঁরা সংশ্লিষ্ট দফতরে অভিযোগ জানাতে পারবেন। যাঁরা অনলাইনে অভ্যস্ত নন, তাঁরা বাংলা সহায়তা কেন্দ্র থেকে আবেদন করতে পারবেন।
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 30, 2025 1:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panchayat Certificate: এবার অনলাইনেই কাম তামাম! আবদেনের এক সপ্তাহের মধ্যেই মিলবে পঞ্চায়েতের সার্টিফিকেট