Tiger Attack: রাস্তার ধারে মোবাইলে কথা বলছিল নবম শ্রেণীর ছাত্র, আচমকা পেছন থেকে ঝাঁপিয়ে পড়ল বাঘ! তারপর যা হল...
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
ফের বাঘের আতঙ্কে কাঁটা বাসিন্দারা। মৈপীঠে বাঘের আক্রমনে আহত নবম শ্রেণীর ছাত্র।
দক্ষিণ ২৪ পরগণা: ফের বাঘের আতঙ্কে কাঁটা বাসিন্দারা। মৈপীঠে বাঘের আক্রমনে আহত নবম শ্রেণীর ছাত্র। সূত্রের খবর, বাঘের আঁচড়ে গুরুতর জখম হয়েছে ওই ছাত্র।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভুবনেশ্বরি পঞ্চায়েতের দেবীপুর নকুলের মোড় এলাকায়। এদিন রাত ৯ টা নাগাদ জঙ্গল সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিল ওই ছাত্র। সেই সময় জঙ্গল থেকে বাঘ আচমকা আক্রমন করে তাঁকে। পিঠে আঁচড় দেয়। চিৎকার করে রাস্তায় পড়ে যায় রাহুল। এরপরেই চিত্কার শুনে রাস্তায় লাঠি নিয়ে গ্রামের লোকজন জড় হয়ে যায়।
advertisement
advertisement
বাঘ শিকার ছেড়ে বেপাত্তা হয়ে যায়। খবর দেওয়া হয় বন দফতরকে। বন দফতরের আধিকারিকরা দ্রুত পৌঁছে যায় ঘটনাস্থলে। তবে এই ঘটনায় ফের বাঘের আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এদিকে, জখম ছাত্রকে তড়িঘড়ি এলাকার এক প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার জেরে বাঘ কী আবার লোকালয়ে এসেছে এই আতঙ্ক তাড়া করছে গ্রামবাসীদের মধ্যে।
advertisement
অর্পন মণ্ডল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 20, 2024 12:52 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tiger Attack: রাস্তার ধারে মোবাইলে কথা বলছিল নবম শ্রেণীর ছাত্র, আচমকা পেছন থেকে ঝাঁপিয়ে পড়ল বাঘ! তারপর যা হল...