সোমবার রাতের বৃষ্টিতেই সব শেষ! মুর্শিদাবাদে বাজ পড়ে মৃত ১
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:Pranab kumar Banerjee
Last Updated:
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এছাড়াও এই ঘটনায় এক শিশু আহত হয়েছে।
বহরমপুর: বাজ পড়ে মৃত্যু হল এক মধ্যবয়স্কের, এছাড়াও এক শিশু আহত হয়েছে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সালার থানার মাখালতোড় এলাকায়। মধ্যবয়স্ক ব্যক্তির নাম মোহন দাস বৈরাগ্য।
তাঁর পরিবারের তরফ থেকে জানা যায় সোমবার সন্ধ্যার দিকে তিনি আওচা মাখালতোড় মাঠে কাজ করতে যান। সেখানেই বাজপড়ে মৃত্যু হয় ঐ ব্যক্তির। তাঁকে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা করে মৃত বলে ঘোষণা দেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
advertisement
আরও পড়ুন: ‘কিরানা হিলসে’ পাকিস্তানের কোন প্রাণভোমরা লুকিয়ে? টার্গেট করেছিল ভারত? সবটা জানা গেল এবার
advertisement
আগামিকাল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকবে। ভারতের মৌসম ভবনের অনুমান অনুযায়ী স্বাভাবিক দিন নিকোবর দ্বীপপুঞ্জে ১৮ থেকে একুশে মে এবং আন্দামান দ্বীপপুঞ্জে বাইশে মে বর্ষা প্রবেশ করে। স্বাভাবিক দিনের থেকে ন দিন আগে আন্দামান দ্বীপপুঞ্জে বর্ষা ঢোকার সম্ভাবনা। অন্যদিকে ভারতের মূল ভূখণ্ড কেরলে ও আগাম ঢুকতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টি হয়েছে। তাতে তাপমাত্রা কমেছে ঠিকই, তবে বজ্রপাতের ঘটনা চিন্তা ধরিয়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 13, 2025 12:02 AM IST