Ayodhya Ram Mandir: রাম মন্দির উদ্বোধনের আগেই স্বপ্ন পূরণ! অযোধ্যায় প্রদীপ জ্বালিয়ে ফিরলেন বাড়ি

Last Updated:

রাম মন্দির উদ্বোধনের আগেই স্বপ্ন পূরণ হল তাঁদের। অযোধ্যায় প্রদীপ জ্বালিয়ে বাড়ি ফিরলেন নলহাটির তিন যুবক

+
সংগৃহীত

সংগৃহীত

বীরভূম: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই উপলক্ষে ভিভিআইপি সমাগম হতে চলেছে অযোধ্যায়। রাম জন্মভূমি ট্রাস্টের তরফে জানানো হয়েছে, উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যজমানের ভূমিকা পালন করবেন। অর্থাৎ পুজোর আয়োজনের অনেকটাই তিনি নিজে হাতে করবেন।রামলালার ৫ ফুটের মূর্তিটি কোলে নিয়ে প্রায় ৫০০ মিটার পথ হেঁটে মূল মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করবেন প্রধানমন্ত্রী নিজে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে আবেগের ঝড় উঠেছে।
advertisement
এত আয়োজনের মাঝে অযোধ্যার মন্দিরে প্রদীপ জ্বালানো নিয়ে বড় উদ্যোগ গ্রহণ করল বীরভূমের তিন যুবক। বীরভূম জেলার নলহাটি থেকে সাইকেলে করে ডিসেম্বর মাসের ২৫ তারিখ অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তাঁরা। নলহাটি শহর থেকে প্রায় ৮০৪ কিলোমিটার পথ অতিক্রম করে অযোধ্যা পৌঁছন। লক্ষ্য ছিল রাম মন্দিরে প্রদীপ প্রজ্জলন করা। সেই ইচ্ছা অবশেষে পূরণ হল জেলার ওই যুবকদের।
advertisement
রাম মন্দির উদ্বোধনের আগেই স্বপ্ন পূরণ হলও তাঁদের। অযোধ্যায় প্রদীপ জ্বালিয়ে বাড়ি ফিরলেন নলহাটির তিন যুবক। মাত্র ১৬ দিনের মধ্যে ৮০৪ কিলোমিটার পথ অতিক্রম করে তাঁরা পৌঁছে যান অযোধ্যা রাম মন্দির। বাড়ি থেকে নিয়ে যাওয়া প্রদীপ প্রজ্জ্বলন করেন তিনজনেই। নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যাওয়ার কারণে তাঁরা সেখানে ২ দিন থেকে বাড়ি ফিরে আসেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
তিন যুবকের মধ্যে একজন সুদীপ মাল জানান, মাত্র ১৬ দিনের মধ্যে তাঁরা সাইকেল চালিয়ে ৮০৪ কিলোমিটার পথ অতিক্রম করেন। যদিও যাত্রা পথে তাঁরা রাস্তায় বিভিন্ন মন্দিরে রাত্রিবাস করেন। তবে শত বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে পৌঁছে যান মন্দিরে। সেখানে দুই দিন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবার পরে তাঁরা অযোধ্যা থেকে বাসে করে লখনৌ এবং সেখান থেকে ট্রেনে করে রামপুরহাট স্টেশন হয়ে নলহাটি ফিরে আসেন।
advertisement
সৌভিক রায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ayodhya Ram Mandir: রাম মন্দির উদ্বোধনের আগেই স্বপ্ন পূরণ! অযোধ্যায় প্রদীপ জ্বালিয়ে ফিরলেন বাড়ি
Next Article
advertisement
Mamata Banerjee: খসড়া তালিকায় বাদ যাওয়া নাম কীভাবে ফিরবে চূড়ান্ত তালিকায়? শুনানির আগে তৃণমূলের বিএলএ-দের ৮ টোটকা মমতার
খসড়া তালিকায় বাদ যাওয়া নাম ফেরাতে কী করণীয়? তৃণমূলের বিএলএ-দের ৮ দফা নির্দেশ মমতার
  • খসড়া তালিকায় বাদ যাওয়া নাম ফেরাতে ভোটারদের কীভাবে সাহায্য?

  • তৃণমূলের বিএলএ-দের একগুচ্ছ নির্দেশ মমতার৷

  • বহিরাগতদের উপরে নজর রাখারও নির্দেশ৷

VIEW MORE
advertisement
advertisement