Local News: সেপটিক ট্যাঙ্কে নেমে এক সঙ্গে তিন জনের মৃত্যু, ঘটনায় আহত আরও দু’জন! বর্ধমানের ঘটনায় চাঞ্চল্য

Last Updated:

Local News: নির্মীয়মাণ বাড়ির সেপটিক ট্যাঙ্কের সেন্টারিংয়ের পাটা খুলতে নেমেছিলেন তাঁরা। সেখানেই অসুস্থ হয়ে তিনজন মারা গেলেন।

বর্ধমান: পূর্ব বর্ধমানের মাধবডিহি থানা এলাকায় সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে মৃত্যু হল তিনজনের। অসুস্থ আরও দু’জন। মঙ্গলবার দুপুরে মাধবডিহি থানার বড় বৈনানের কয়াল পাড়ায় এই ঘটনা ঘটেছে। নির্মীয়মাণ বাড়ির সেপটিক ট্যাঙ্কে নেমেছিলেন পাঁচজন। কিছুক্ষণ পর সকলেই অচৈতন্য হয়ে পড়েন। গ্রামবাসীরা তাঁদের উদ্ধার করে স্হানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করে। দু’জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নির্মীয়মাণ বাড়ির সেপটিক ট্যাঙ্কের সেন্টারিংয়ের পাটা খুলতে নেমেছিলেন তাঁরা। সেখানেই অসুস্থ হয়ে তিনজন মারা গেলেন। আরও দু’জনকে গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বর্ধমান মেডিক্যালে তাঁদের ভর্তি করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার বড়বৈনান এলাকার কয়ালপাড়া এলাকায়।
advertisement
advertisement
পুলিশ ও হাসপতাল সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তিরা হলেন জয়দেব মাল, বাড়ি বাঁকুড়ায়। বাকি দু’জন অশোক সাঁতরা (১৮) এবং সুন্দরম মালিক(১৯)। যে বাড়িটিতে দুর্ঘটনা ঘটেছে সেই বাড়ির ছোট ছেলে অর্থাৎ সুন্দরম মালিকও সেপটিক ট্যাঙ্কে নেমে আর উঠতে পারেননি। এই ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন দু’জন। তাদের নাম জগন্নাথ মালিক ও অনুপ মালিক।
advertisement
আরও পড়ুন, কথা দিয়েছিলেন অভিষেক, ঘোষণা করে দিলেন মমতা! ধূপগুড়ির জন্য বিরাট আনন্দ সংবাদ
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে জয়ন্ত মালিকের নির্মীয়মাণ বাড়ির সেপটিক ট্যাঙ্কের পাটা খোলার জন্য প্রথমে দুজন শ্রমিক নিচে নামে। কিন্তু তাদের কোনও সাড়া শব্দ না পেয়ে আরও তিনজন একে একে ট্যাঙ্কের নিচে নেমে যায়। ট্যাঙ্কের জমা জলে তৈরি হওয়া গ্যাস থেকে সকলেই অসুস্থ হয়ে পড়ে বলে স্থানীয়দের প্রাথমিক অনুমান। ঘটনার পরই সকলে দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। বাকি অসুস্থ দুজনকে বর্ধমান মেডিক্যালে রেফার করে দেন। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Local News: সেপটিক ট্যাঙ্কে নেমে এক সঙ্গে তিন জনের মৃত্যু, ঘটনায় আহত আরও দু’জন! বর্ধমানের ঘটনায় চাঞ্চল্য
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement