প্রশিক্ষণ ছাড়াই ১১ দিন ট্রেক করে এভারেস্ট বেস ক্যাম্পে মালদহের ২ শিক্ষক-সহ তিন!
- Published by:Teesta Barman
Last Updated:
তিন অভিযাত্রী জানান, প্রথমে লুকলা থেকে ট্রেকিং শুরুর কথা ছিল। কিন্তু বারবার খারাপ আবহাওয়ার মুখে পড়তে হয় তাঁদের। এজন্য ঘুরপথে গন্তব্যে পৌঁছানো স্থির করেন। কাঠমান্ডু থেকে রামেছাপ পৌঁছেও ট্রেকিং শুরু করা সম্ভব হয়নি।
#মালদহ: কখনও কোনও পর্বতারোহন প্রশিক্ষণ কেন্দ্র থেকে 'ট্রেনিং' নেননি। মনের অদম্য জেদ আর সাহসিকতাকে সম্বল করে শেষ পর্যন্ত এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছে গেলেন মালদহের তিন যুবক। তিনজনেই চাঁচোলের বাসিন্দা।
৫৩৬৪ মিটার উঁচু এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছে কার্যত আত্মহারা তিন অভিযাত্রী তরুণ রায়, প্রিয়জিত সরকার এবং পার্থ রজক। সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছবি এখন ভাইরাল। কার্যত শুভেচ্ছায় ভাসছেন তিন পর্বতারোহী।

advertisement
এভারেস্ট জয় করেছেন এমন বাঙালির অভিযাত্রীর সংখ্যা হাতে গোনা। যাঁরা পাহাড়ে ট্রেকিং করতে অভ্যস্ত, তাঁরা জানেন এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছনোও কিন্তু সহজ কাজ নয়। বিশেষ করে যদি কোনওরকম প্রশিক্ষণ না থাকে।
advertisement
এর আগেও শখ করে বেশ কয়েক দফা ট্রেকিং করেছেন তাঁরা। এতে মনোবল তৈরির কাজ হয়েছিল বেশ ভাল ভাবেই। শেষপর্যন্ত দুর্গম পথ বেয়ে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছনোর লক্ষ্য স্থির করেন তাঁরা। এই তিন অভিযাত্রীর মধ্যে তরুণ চাঁচলের সদরপুর স্কুলের সহ-শিক্ষক। প্রিয়জিত চাঁচলের সিদ্ধেশ্বরী ইনস্টিটিউটের শিক্ষক। পার্থ খাদ্য সরবরাহ দফতরের কর্মী।
advertisement
তিন অভিযাত্রী জানান, প্রথমে লুকলা থেকে ট্রেকিং শুরুর কথা ছিল। কিন্তু বারবার খারাপ আবহাওয়ার মুখে পড়তে হয় তাঁদের। এজন্য ঘুরপথে গন্তব্যে পৌঁছানো স্থির করেন। কাঠমান্ডু থেকে রামেছাপ পৌঁছেও ট্রেকিং শুরু করা সম্ভব হয়নি। শেষে রামেছাপ থেকে গাড়িতে করে পৌঁছলেন ফাপলু। সেখান থেকে খাড়িখোলা পৌঁছে শুরু করেন ট্রেকিং। বেশ কয়েকদিন টেকিংয়ের শেষে লবুচে হয়ে গোরাপশেপ, এরপর পৌঁছনো এভারেস্ট বেস ক্যাম্পে। যার উচ্চতা ১৭ হাজার ৬০০ ফুট। তাপমাত্রা মাইনাস ১২ ডিগ্রি। সেখানকার নৈসর্গিক দৃশ্য আর এভারেস্ট বেস ক্যাম্পের ছবি ক্যামেরা বন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিন অভিযাত্রী। সেই ছবি এখন মালদহে চর্চার কেন্দ্রে।
advertisement
অভিযাত্রীরা বলেন, মালদহে কোনও পর্বতারোহন প্রশিক্ষণ কেন্দ্র নেই। অনেকদিন ধরেই পর্বতারোহনকে ভালবেসেছেন তাঁরা। দক্ষ গাইডের সহযোগিতায় গুটিগুটি পায়ে পৌঁছেছেন এভারেস্ট বেস ক্যাম্পে। এই সাফল্যে মনোবল আরও চাঙ্গা হয়েছে। আগামীতে আরও বড় লক্ষ্যভেদ চান ওঁরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 05, 2022 8:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রশিক্ষণ ছাড়াই ১১ দিন ট্রেক করে এভারেস্ট বেস ক্যাম্পে মালদহের ২ শিক্ষক-সহ তিন!