!Bus Accident : শীতের সকালে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা নদিয়ায়, দুটি বাসের সংঘর্ষে এক শিশু-সহ মৃত তিন, গুরুতর আহত প্রায় ১০ জন
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Suman Majumder
Last Updated:
Bus Accident : ধুবুলিয়ার বাহাদুরপুরে ১২ নম্বর জাতীয় সড়কে দুটি বাসের সংঘর্ষে মৃত্যু হল এক শিশু সহ তিনজনের। এই ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০ জন
ধুবুলিয়া, নদিয়া, মৈনাক দেবনাথ : ধুবুলিয়ার বাহাদুরপুরে ১২ নম্বর জাতীয় সড়কে দুটি বাসের সংঘর্ষে মৃত্যু হল এক শিশু-সহ তিনজনের। এই ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে শিশু সহ তিন জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
সূত্র মারফত জানা যায় ওই এলাকায় জাতীয় সড়কের একটি লেন সংস্কারের জন্য বন্ধ রয়েছে এবং অন্য লেন দিয়ে দুই দিকের গাড়ি যাওয়া আসার ব্যবস্থা করা হয়েছিল। এদিন বিকেলে বহরমপুর থেকে কৃষ্ণনগরগামী একটি বাস আসছিল এবং কৃষ্ণনগর থেকে বহরমপুরগামী একটি বাস যাচ্ছিল।
সেই সময় ধুবুলিয়া থানার অন্তর্গত বাহাদুরপুর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়ানক হয়েছিল যে আশেপাশের স্থানীয়রা ছুটে আসে ঘটনাস্থলে। প্রাথমিকভাবে তারাই পুলিশের খবর দেয় এবং আহতদের উদ্ধার করতে সাহায্য করে। তড়িঘড়ি আহতদের কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা এক শিশুসহ তিন জনকে মৃত বলে ঘোষনা করেন এবং জানা যাচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
advertisement
advertisement
আরও পড়ুন- লাইফ জ্যাকেটে ছাড় নয়, দিঘায় স্পিডবোটে চড়ার আগে জরুরি নিয়ম জানুন
উল্লেখ্য, লাগাতার বেড়েই চলেছে জাতীয় সড়কে দুর্ঘটনা। কখনও মোটরবাইক আরোহী কিংবা কখনও পথচারী আর এবার সরাসরি বাসে থাকা যাত্রীরা এই দুর্ঘটনার শিকার হয়, যাতে প্রাণ হারায় এক শিশুসহ দুইজন। স্বাভাবিকভাবেই এই দুর্ঘটনার জেরে মর্মান্তিক মৃত্যু হওয়া বাসের যাত্রীদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার তদন্তে ধুবুলিয়া থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 07, 2026 7:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
!Bus Accident : শীতের সকালে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা নদিয়ায়, দুটি বাসের সংঘর্ষে এক শিশু-সহ মৃত তিন, গুরুতর আহত প্রায় ১০ জন










