Howrah News:মজে যাচ্ছে বুড়িখাল প্রাক বর্ষায় বৃষ্টির জল প্রবেশ করছে মানুষের বাড়ি
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
দখলদারি আর জঞ্জালে রুদ্ধ নিকাশি,লুট হয়ে যাচ্ছে সাঁকরাইল ব্লকের বুড়িখাল!নিকাশি অবরুদ্ধ হয়ে সমস্যায় কয়েক হাজার পরিবার,বর্তমানে অস্তিত্ব সঙ্কটে বুড়িখাল
রাকেশ মাইতি, হাওড়া: হাওড়ার সাঁকরাইল ব্লকের বুড়িখাল একটি গুরুত্বপূর্ণ খাল। বুড়িখাল বর্তমানে অস্তিত্ব সঙ্কটে রয়েছে। বিভিন্ন কারণে এই খালের জলধারা কমে যাচ্ছে এবং এর ফলে জন জীবন ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে । কোথাও আবার আবর্জনা তৈরি হয়েছে খালের উপর। সব মিলিয়ে অস্তিত্ব সংকটে বুড়িখাল।
সরস্বতী নদী থেকে উৎপত্তি হয়ে সাঁকরাইল এর ঝোরহাট,বানিপুর ১ এবং বানিপুর দুই গ্রাম পঞ্চায়েত হয়ে হুগলি নদীতে মিশেছে বুড়িখাল। বর্তমানে শিল্প ও বাণিজ্যিক বর্জ্য, কৃষি রাসায়নিক এবং অন্যান্য দূষণকারী পদার্থ খালের জলে মিশে দূষণ ঘটাচ্ছে, যা জলজ জীবনকে প্রভাবিত করছে । খালের পাড়ে অবৈধভাবে দখল করে বাঁধ তৈরি করা হচ্ছে, যা খালের স্বাভাবিক জলপ্রবাহকে বাধা দিচ্ছে।
advertisement
আরও পড়ুন: ফুটবল খেলতে গিয়ে চলে গেল প্রাণ! ৯ বছরের ছেলের মাথায় ভেঙে পড়ল গোল পোস্ট! মর্মান্তিক ঘটনা
advertisement
লুট হয়ে যাচ্ছে খাল,নিকাশি অবরুদ্ধ হয়ে সমস্যায় কয়েক হাজার পরিবার। সমস্যা দীর্ঘ প্রায় ১৫-২০ বছর, আমফানের সময় থেকে এই খাল নোংরার মাত্র আরও বেশি হয়েছে। ১০০দিনের কাজ বন্ধ, পরিষ্কারের অভাবে আরও নোংরা হয়ে আছে বুড়িখাল বলে অভিযোগ এলাকাবাসীদের।
advertisement
খাল পরিষ্কার করে নিকাশি বহাল রাখার দাবিতে একাধিক সংগঠন ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন দফতরে আবেদন জানাচ্ছে।দোকান ও বাড়ির আবর্জনা স্তূপাকার হয়ে জমছে নালার গর্ভে। মজে যাওয়া নালা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধও। প্রশাসনের তরফ থেকে এই খাল পরিষ্কারের চেষ্টা চলছে বলে জানালেন বানীপুর ২ নং গ্রাম পঞ্চায়েত প্রধান জানান। এই সমস্যাগুলো সমাধান না করা হলে বুড়িখালি খাল সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যেতে পারে। তাই খালের জল দূষণ রোধ করা, অতিরিক্ত জল ব্যবহার নিয়ন্ত্রণ করা, দখল ও বাঁধ নির্মাণ বন্ধ করা জরুরি বলে জানায় স্থানীয় প্রশাসন |
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 28, 2025 7:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News:মজে যাচ্ছে বুড়িখাল প্রাক বর্ষায় বৃষ্টির জল প্রবেশ করছে মানুষের বাড়ি