Cyclone Montha: মঙ্গলে আছড়ে পড়বে মন্থা! ঘূর্ণিঝড়ের প্রভাবে পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা, তড়িঘড়ি মাঠে ফসল কাটা শুরু

Last Updated:

Cyclone Montha: একদিকে জমিতে পাকা ধান। অন্যদিকে বহাওয়া দফতরের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কতটা পড়বে পশ্চিম মেদিনীপুর জেলায় এই নিয়ে চিন্তায় ঘুম উড়েছে জেলার কৃষকদের। তড়িঘড়ি পাকা ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকেরা।

News18
News18
চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, সুকান্ত চক্রবর্তী: জমিতে রয়েছে পাকা ধান। এদিকে আবহাওয়া দফতর পূর্বাভাস শুনিয়েছে, ঘূর্ণিঝড় ও বৃষ্টির। এরপরেই চরম ব্যস্ততা লেগেছে কৃষকদের। হারভেস্টার মেশিন দিয়ে ও হাত দিয়ে ফসল কেটে তড়িঘড়ি পাকা ধান ঘরে তুলতে পারলে বাঁচেন তাঁরা।
ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কতটা পড়বে পশ্চিম মেদিনীপুর জেলায় এই নিয়ে চিন্তায় ঘুম উড়েছে জেলার কৃষকদের। তাই তড়িঘড়ি পাকা ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকেরা। মন্থার প্রভাব ভালমতো দেখা দিলে ধান চাষে চরম ক্ষতি হবে বলেই আশঙ্কা কৃষকদের। এমনকি পিছিয়ে যাবে জলদি (পোখরাজ জাতীয়) আলুর চাষ। কৃষকদের দাবি, চলতি বছরের শুরু থেকে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিকাজের চরম ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাঁদের।
advertisement
আরও পড়ুনঃ আবর্জনা দিয়েই অনবদ্য আবিষ্কার! বিদ্যুৎ কিংবা ব্যাটারি ছাড়াই জ্বলছে লাইট, চন্দ্রকোনার যুবকের হাতে ‘নতুন আলো’র দিশা
তার উপরে ধান গাছে পোকার উপদ্রব। খরচ বেড়েছে ওষুধে। পোকা থেকে ধান বাঁচিয়ে সোনার ধান মাঠে পাকলেও, এখনও বেশির ভাগ কৃষকদের মাঠে ধান এখনও কাঁচা। আর পাক ধরার মুখে ধান যদি এই সময় প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ জল-ঝড় পায় চরম ক্ষতি হবে ফসলে। ধানের গুণগতমান কমবে। এমনিতেই চলতি বছরে ধানের দামও কম। তার উপরে যে সমস্ত কৃষকেরা এই সময় পোখরাজ জাতীয় আলু চাষ করবে ভেবেছিল বৃষ্টি হলে আবার মাটি ভিজবে ফলে পিছিয়ে যাবে পোখরাজ চাষ। সবে মিলি দুর্যোগে চরম দুশ্চিন্তায় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল চন্দ্রকোনা এলাকার কৃষকেরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মেদিনীপুর জেল এবার আস্ত আর্কাইভ! দেওয়াল জুড়ে বিপ্লবের অগ্নিযুগের ইতিহাস, কতক্ষণ খোলা? কবে কবে যেতে পারবেন, জানুন
এদিকে আবহাওয়া দফতর জানাচ্ছে, শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা ল্যান্ডফল করবে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়াতে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোরের মধ্যে স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে। যার প্রভাব পড়তে বাংলায়। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলীয় এলাকায়। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyclone Montha: মঙ্গলে আছড়ে পড়বে মন্থা! ঘূর্ণিঝড়ের প্রভাবে পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা, তড়িঘড়ি মাঠে ফসল কাটা শুরু
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement