ভাঙনে ঘর হারিয়ে এখন প্রতিবেশীর বাড়িতে আশ্রয় ভাঙন কবলিতদের

Last Updated:

গঙ্গার ভাঙনে হারিয়েছে বাড়িঘর। এক বছরেরও বেশি সময় ধরে প্রতিবেশী মোহাম্মদ সোলেমানের বাড়িতেই দিন কাটছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নতুন শিবপুর গ্রামের বাসিন্দাদের। হ্যাঁ এমনই এক চিত্র লক্ষ্য করা গেল সামশেরগঞ্জে।  সামসেরগঞ্জের নতুন শিবপুর গ্রামের পেশায় রাজমিস্ত্রি মোহাম্মদ সোলেমান।

+
গঙ্গা

গঙ্গা ভাঙনে জেরে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র এখন আশ্রয় 

তন্ময় মন্ডল, মুর্শিদাবাদ: গঙ্গার ভাঙনে হারিয়েছে বাড়িঘর। এক বছরেরও বেশি সময় ধরে প্রতিবেশী মোহাম্মদ সোলেমানের বাড়িতেই দিন কাটছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নতুন শিবপুর গ্রামের বাসিন্দাদের। হ্যাঁ এমনই এক চিত্র লক্ষ্য করা গেল সামশেরগঞ্জে।
সামসেরগঞ্জের নতুন শিবপুর গ্রামের পেশায় রাজমিস্ত্রি মোহাম্মদ সোলেমান।
২০২২ এবং ২৩ সালে নতুন শিবপুর গ্রাম ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে পড়ে। ২০২৩ সালের শেষ লগ্নে এবং ২৪ সালের মাঝামাঝি সময়ে গঙ্গার গর্ভে তলিয়ে যায় পেশায় টিউবেল মিস্ত্রি মিঠুন মন্ডলের বাড়িঘর। গঙ্গার গর্ভে বাড়িঘর তলিয়ে যাওয়ার পর কার্যত অসহায়ত্বের জীবন শুরু হয় মিঠুন মন্ডল ও তার স্ত্রী মাধুরী মন্ডল এবং সন্তান-সন্ততিদের। কোথায় যাবেন কি করবেন ভেবে পাচ্ছিলেন না তারা। সে সময় কার্যত মিঠুন মন্ডল, মাধুরী মন্ডলদের নিজেদের বাড়িতেই আশ্রয় দেন গঙ্গা ভাঙন কবলিত এলাকারই বাসিন্দারা।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘চারটে লোক এল বাড়িতে…বলল আধার কার্ড দেখান,’ দিল্লির সেই সাজিনুর, যার কথা বলেছিলেন মমতা
জানা গিয়েছে, চারখানা ঘরের মধ্যে দুটি ঘর মিঠুন মন্ডল এবং তার পরিবারের থাকার জন্য ব্যবস্থা করেন ভাঙন কবলিত দুর্গতদের। ভাঙনে বিধ্বস্ত জাহানারা বিবি, এবং তাদের সন্তানদের নিয়ে দু\’টি ঘরেই কোন রকমে বসবাস করেন মোহাম্মদ সোলেমান। একই শৌচালয় ব্যবহার, একই টিউবেল ব্যবহার। এমনকি পাশাপাশি একসঙ্গে উনুনে রান্না করা। এভাবেই প্রায় এক বছর ধরে মোঃ সোলেমানের বাড়িতে জীবন কাটাচ্ছেন মিঠুন মন্ডলের পরিবার। বাড়িঘর হারিয়ে নিরাশ্রয় হয়ে যাওয়া মিঠুন মন্ডল এর আশ্রয়ের একমাত্র ঠিকানা হয়ে উঠেছে মোহাম্মদ সোলেমান। একসঙ্গে বিড়ি বাঁধা থেকে শুরু করে উঠা বসা একই উঠোনে।
advertisement
যদিও ২০২৫ সালে এসে এবার গঙ্গা ভাঙনের কবলে পড়তে চলেছেন মোহাম্মদ সোলেমানকে। কারণ গঙ্গা ভাঙতে ভাঙতে তার বাড়ির দরজায় এসে পৌঁছেছে। ফলে নতুন করে দুশ্চিন্তায় দিন কাটছে মোঃ সোলেমানের। কোনরকমে এতদিন বন্ধু সুলেমান এর কাছে ঠাঁই হলেও তার বাড়িটাই গঙ্গা গর্ভে বিলীন হয়ে যেতে বসায় চিন্তিত ভাঙন কবলিত দুর্গতদের। মিঠুন মন্ডলের স্ত্রী মাধুরী মন্ডল জানাচ্ছেন, বাড়িঘর হারিয়ে নিঃস্ব অবস্থায় যখন অসহায় হয়ে পড়েছিলাম তখন আমাদের পাশে দাঁড়িয়ে তাদের নিজেদের বাড়িতেই আশ্রয় দিয়েছেন। এক বছর ধরে এখানেই দিব্যি সুখেই জীবন অতিবাহিত হচ্ছে। যদিও এই মুহূর্তে ভাঙন আতঙ্কে ঘুম বন্ধ হয়েছে আমাদের।
advertisement
পরিবারের সদস্যদের কথায়, গ্রামে ঈদ থেকে পুজো সবেতেই আমরা আনন্দে শামিল হই। কোন ভেদাভেদ নয়। গ্রামের মানুষের বিপদের সময় তাদের পাশে দাঁড়িয়ে আমাদের বাড়িতে ঠাঁয় দিয়েছি। যদিও তিনি চিন্তিত হয়ে বলেন, যেভাবে নতুন করে ভাঙন আতঙ্ক সৃষ্টি হয়েছে এবার হয়তো আমাদের দুই পরিবারকেই ঘরছাড়া হতে হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভাঙনে ঘর হারিয়ে এখন প্রতিবেশীর বাড়িতে আশ্রয় ভাঙন কবলিতদের
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement