corona virus btn
corona virus btn
Loading

এবার দোলে বিশ্বভারতীতে হচ্ছে না বসন্তোৎসব! ক্রুদ্ধ শিক্ষামন্ত্রী

এবার দোলে বিশ্বভারতীতে হচ্ছে না বসন্তোৎসব! ক্রুদ্ধ শিক্ষামন্ত্রী
ফাগুন লেগেছে বনে বনে... রঙে নাচে গানে বসন্ত জাগ্রত দ্বারে। ছুঁতে চাওয়ার মুহূর্তরা জানে। রং-বাজির মানে। রাঙিয়ে দিয়ে যাও। দোলে-হোলিতে গলাগলি। রং-পলাশের পদাবলি। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। বৈষ্ণব মতে, এই ফাল্গুনী পূর্ণিমাতেই বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবিরে রাঙিয়ে দিয়েছিলেন রাধিকা ও অন্যান্য সখীদের । সেই সময় থেকেই দোল উত্সবের প্রচলন! একনজরে দেখে নিন, বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা মতে এবছর দোল পূর্ণিমার দিন, ক্ষণ, লগ্ন...

পৌষমেলার পর এবার বসন্তোৎসব ৷ ফের বিতর্কে বিশ্বভারতী ৷

  • Share this:

#কলকাতা: পৌষমেলার পর এবার বসন্তোৎসব ৷ ফের বিতর্কে বিশ্বভারতী ৷ দোলের আগেই শান্তিনিকেতনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসন্তোৎসব পালনের সিদ্ধান্ত বিশ্বভারতী কর্তৃপক্ষের ৷ একইসঙ্গে বিশৃঙ্খলা এড়াতে সাধারণের প্রবেশও এবার নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর ৷বিশ্বভারতীর ঐতিহাসিক সিদ্ধান্তে শোরগোল ৷ অ্যাকাডেমিক কাউন্সিলে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী জানিয়েছেন, দোল পূর্ণিমার দিন নয়, বরং তার আগে বা পরে কোনও পূর্ণিমার দিন পালন করা হবে ৷ চলতি বছরে দোল উৎসব ১০ মার্চ ৷ সূত্রের খবর, সম্ভবত তার আগেই ১৮ বা ২৫ ফেব্রুয়ারি বসন্ত বন্দনার আয়োজন করবে বিশ্বভারতী ৷ অর্থাৎ ১৯ বা ২৬ ফেব্রুয়ারি শান্তিনিকেতনে পালিত হবে বসন্তোৎসব ৷ অর্থাৎ নির্ধারিত সময়ের দিন দশেক আগেই দোল উৎসবে মাতবে শান্তিনিকেতন ৷ বিশ্বভারতী কর্তৃপক্ষের এহেন সিদ্ধান্তের কথা জানার পর প্রবল ক্রুদ্ধ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ শান্তিনিকেতনের অন্যতম মূল আকর্ষণ ও ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানের দিনক্ষণ বদলে সমালোচিত বিশ্বভারতী ৷ শুধু দিনবদলই নয়, এবারের বসন্তোৎসবে শান্তিনিকেতনে বহিরাগতের প্রবেশ নিষেধ ৷ এই উৎসব শুধুমাত্র বিশ্বভারতীর পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে ৷ বিশ্বভারতী সূত্রে খবর, গত বছর বসন্তোৎসবে ভিড়ের চাপে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় ৷ অসুস্থ হয়ে পড়েন অনেকে ৷ শুধু ২০১৯ সালেই নয়, বেশ কয়েক বছর ধরেই শান্তিনিকেতনের বাসিন্দারা বসন্তোৎসবে অবাঞ্চিত ভিড়ের অভিযোগ করে আসছেন ৷ তাদের অভিযোগ, বসন্তোৎসবের নামে সেখানে পৌঁছে অনেকেই এমন অশালীন কাজ করছেন, যা কবিগুরুর শান্তিনিকেতনের পরিবেশকে নষ্ট করে দিচ্ছে ৷ বছর বছর শুধু মানুষের ভিড় নয়, বাড়ছে গাড়ির যাতায়াতও ৷ যা শান্তিনিকেতনের প্রাকৃতিক সৌন্দর্যকেও দূষিত করছে ৷ সবমিলিয়ে চলতি বছর থেকে কবিগুরুর বিশ্বভারতীতে বদলে যাচ্ছে বসন্তোৎসব পালনের রীতি ৷

Published by: Elina Datta
First published: January 20, 2020, 8:06 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर