এবার দোলে বিশ্বভারতীতে হচ্ছে না বসন্তোৎসব! ক্রুদ্ধ শিক্ষামন্ত্রী

Last Updated:

পৌষমেলার পর এবার বসন্তোৎসব ৷ ফের বিতর্কে বিশ্বভারতী ৷

#কলকাতা: পৌষমেলার পর এবার বসন্তোৎসব ৷ ফের বিতর্কে বিশ্বভারতী ৷ দোলের আগেই শান্তিনিকেতনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসন্তোৎসব পালনের সিদ্ধান্ত বিশ্বভারতী কর্তৃপক্ষের ৷ একইসঙ্গে বিশৃঙ্খলা এড়াতে সাধারণের প্রবেশও এবার নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর ৷বিশ্বভারতীর ঐতিহাসিক সিদ্ধান্তে শোরগোল ৷
অ্যাকাডেমিক কাউন্সিলে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী জানিয়েছেন, দোল পূর্ণিমার দিন নয়, বরং তার আগে বা পরে কোনও পূর্ণিমার দিন পালন করা হবে ৷ চলতি বছরে দোল উৎসব ১০ মার্চ ৷ সূত্রের খবর, সম্ভবত তার আগেই ১৮ বা ২৫ ফেব্রুয়ারি বসন্ত বন্দনার আয়োজন করবে বিশ্বভারতী ৷ অর্থাৎ ১৯ বা ২৬ ফেব্রুয়ারি শান্তিনিকেতনে পালিত হবে বসন্তোৎসব ৷ অর্থাৎ নির্ধারিত সময়ের দিন দশেক আগেই দোল উৎসবে মাতবে শান্তিনিকেতন ৷ বিশ্বভারতী কর্তৃপক্ষের এহেন সিদ্ধান্তের কথা জানার পর প্রবল ক্রুদ্ধ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ শান্তিনিকেতনের অন্যতম মূল আকর্ষণ ও ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানের দিনক্ষণ বদলে সমালোচিত বিশ্বভারতী ৷
advertisement
শুধু দিনবদলই নয়, এবারের বসন্তোৎসবে শান্তিনিকেতনে বহিরাগতের প্রবেশ নিষেধ ৷ এই উৎসব শুধুমাত্র বিশ্বভারতীর পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে ৷ বিশ্বভারতী সূত্রে খবর, গত বছর বসন্তোৎসবে ভিড়ের চাপে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় ৷ অসুস্থ হয়ে পড়েন অনেকে ৷ শুধু ২০১৯ সালেই নয়, বেশ কয়েক বছর ধরেই শান্তিনিকেতনের বাসিন্দারা বসন্তোৎসবে অবাঞ্চিত ভিড়ের অভিযোগ করে আসছেন ৷ তাদের অভিযোগ, বসন্তোৎসবের নামে সেখানে পৌঁছে অনেকেই এমন অশালীন কাজ করছেন, যা কবিগুরুর শান্তিনিকেতনের পরিবেশকে নষ্ট করে দিচ্ছে ৷ বছর বছর শুধু মানুষের ভিড় নয়, বাড়ছে গাড়ির যাতায়াতও ৷ যা শান্তিনিকেতনের প্রাকৃতিক সৌন্দর্যকেও দূষিত করছে ৷ সবমিলিয়ে চলতি বছর থেকে কবিগুরুর বিশ্বভারতীতে বদলে যাচ্ছে বসন্তোৎসব পালনের রীতি ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এবার দোলে বিশ্বভারতীতে হচ্ছে না বসন্তোৎসব! ক্রুদ্ধ শিক্ষামন্ত্রী
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement