South 24 Parganas News:  এখানে গেলেই জানতে পারবেন কী আছে আপনার ভাগ্যে? সরবেড়িয়ায় এবার বিরাট চমক!

Last Updated:

South 24 Parganas News:  এবার পুজো প্যান্ডেলে ঢুকলেই জানতে পারবেন আপনার ভাগ্য। জানতে পারবেন অদুর ভবিষ্যতে আপনার কপালে কি রয়েছে! হ্যাঁ ঠিকই শুনছেন, এবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার মধ্য শিবপুর বন্ধুমহল ক্লাবের উদ্যোক্তারা সেই ব্যবস্থাই করেছেন নিজেদের ৩৫ বছরের  পুজোতে। 

+
মন্ডপে

মন্ডপে প্রতিমা 

সরবেড়িয়া, দক্ষিণ ২৪ পরগনার, সুমন সাহা: এবার পুজো প্যান্ডেলে ঢুকলেই জানতে পারবেন আপনার ভাগ্য। জানতে পারবেন অদুর ভবিষ্যতে আপনার কপালে কি রয়েছে! হ্যাঁ ঠিকই শুনছেন, এবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার মধ্য শিবপুর বন্ধুমহল ক্লাবের উদ্যোক্তারা সেই ব্যবস্থাই করেছেন নিজেদের ৩৫ বছরের  পুজোতে।
এবারে তাঁদের থিম ‘রাশি রহস্য’। সমস্ত রাশির মানুষজনই নিজেদের ভাগ্য গণনা করতে পারবেন মন্ডপে ঢুকলেই। পৌরাণিক, আধ্যাত্মিক ও জ্যোতিষ শাস্ত্রের মেল বন্ধন ঘটানো হয়েছে মণ্ডপে। এখানে মা দুর্গা শোভা পাবেন শনি মহারাজ রূপে। আর মণ্ডপের মধ্যে থাকছেন বিশালাকার মহিষাসুর মূর্তি, যিনি কিনা ধ্যান মগ্ন। মণ্ডপে ঢুকলেই পুরানের রাজ প্রাসাদের অনুভূতি আসবে দর্শকদের মনে।
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তি বাড়ছে শুক্রের…! এক ইশারায় কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড! ৫ রাশি হবে রাজা, অঢেল টাকা-সম্পত্তিতে ভরবে ঘর, যা ছোবে তাই সোনা
পাশাপাশি পৌরাণিক, আধ্যাত্মিক ও জ্যোতিষ শাস্ত্রের মেল বন্ধনের ফলে একটা অন্যরকম অনুভূতি মণ্ডপের মধ্যে পাবেন দর্শকরা। মন্ডপের মধ্যেই থাকবে বারোটি ল্যাপটপ। সেখানে প্রযুক্তিকে কাজে লাগিয়ে যে কোনও রাশির মানুষ নিজেদের ভাগ্য বা রাশিফল জানতে পারবেন। এছাড়াও কোন রাশির কী কী বৈশিষ্ট রয়েছে সেগুলিও প্রজেক্টারের মাধ্যমে মণ্ডপের মধ্যেই দর্শকদের দেখানোর ব্যবস্থা করেছেন উদ্যোক্তারা।
advertisement
advertisement
আরও পড়ুন-‘দেহব্যবসা করে অকালে জীবনটাই শেষ…! স্বামীর নরকযন্ত্রণায় ৩৪-এ মৃত্যু বিখ্যাত বলি নায়িকার, শ্মশানে নিয়ে যাওয়ার ছিল না কেউ, চিনতে পারলেন?
সম্পূর্ণ পরিবেশ বান্ধব সামগ্রী দিয়েই তৈরি হচ্ছে মণ্ডপ। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উদ্যোক্তাদের দাবি, তাঁদের এবারের মণ্ডপ, প্রতিমা শহর কলকাতার যে কোনও মণ্ডপের থিমকেই টেক্কা দেবে। ফলে পুজোয় যে বিপুল পরিমাণে দর্শক সমাগম হতে চলেছে এই মণ্ডপে তা বলাই যায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News:  এখানে গেলেই জানতে পারবেন কী আছে আপনার ভাগ্যে? সরবেড়িয়ায় এবার বিরাট চমক!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement