South 24 Parganas News: পরিবেশ বাঁচানোর নেশা! স্কুলে ছুটি পড়লেই সাইকেল নিয়ে বেড়িয়ে পড়েন এই শিক্ষক

Last Updated:

সাইকেলের সামনে লাগানো পোস্টারে লেখা সবুজের অভিযান। শুধু তাই নয়। পরিবেশ মুক্ত রাখতে সাইকেলে ভ্রমণ করে বিভিন্ন জায়গায় চারাগাছ রোপণ করছেন শিক্ষক রামপ্রসাদ নস্কর।

+
সাইকেলের

সাইকেলের যাত্রা 

দক্ষিণ ২৪ পরগনা : পরিবেশকে বাঁচাতে সাইকেলে চড়ে সচেতনতার বার্তা সুন্দরবনের এক যুবকের। গরমের ছুটি ও পুজোর ছুটিতে সাইকেলে ভ্রমণ করে পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দিতে বেরিয়ে পড়েছিলেন ১৫ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার সুভাষ গ্রামের বাসিন্দা রামপ্রসাদ। পেশায় তিনি অস্থায়ী শিক্ষক রামপ্রসাদ নস্কর।
সাইকেলের সামনে লাগানো পোস্টারে লেখা সবুজের অভিযান। শুধু তাই নয়। পরিবেশ মুক্ত রাখতে সাইকেলে ভ্রমণ করে বিভিন্ন জায়গায় চারাগাছ রোপণ করছেন শিক্ষক রামপ্রসাদ নস্কর। সেই সঙ্গে সৌরশক্তি চালিত যন্ত্রপাতি ব্যবহারের জন্য মানুষদেরকে বার্তা দিচ্ছেন তিনি। ৩৪ দিনে অসমের ৩৫টি জেলায় ভ্রমণের পর সাইকেল নিয়ে কলকাতায় ফিরে তারপর তাঁর নিজের সুভাষ গ্রামের বাড়িতে ফেরেন। এ প্রসঙ্গে তিনি বলেন, পরিবেশ রক্ষার বার্তা দিতে ২০১০ সাল থেকে ভারতের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করছেন তিনি।
advertisement
নেপাল, বাংলাদেশ, ঝাড়খণ্ড-সহ একাধিক জায়গায় বার্তা পৌঁছে দিয়েছেন তিনি। সাইকেলে ভারতের কন্যাকুমারী থেকে কাশ্মীর, গুজরাত থেকে ত্রিপুরা সমস্ত রাজ্য ভ্রমণ করেছেন তিনি। সাইকেলে চেপেই দু’বার বাংলাদেশ এবং একবার নেপাল ও ভ্রমণ করেছেন রামপ্রসাদ। তিনি আরও জানিয়েছেন, ১৯৯৫ সালের পর কোনও গাড়িতে চড়েননি, সাইকেলে চড়ে ভ্রমণ করেছেন সুন্দরবনের গ্রাম থেকে শহর। গরমের ছুটি ও পুজোর সময় প্রতি বছর একা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন তিনি। ভ্রমণে বেরিয়ে দিনে ১০০ থেকে ১২০ কিলোমিটার সাইকেল চালান তিনি। অদূর ভবিষ্যতে পেট্রোল, ডিজেল এবং তাপবিদ্যুতের সঞ্চয় ফুরিয়ে যাবে, তখন একমাত্র বিকল্প থাকবে এই সৌরশক্তি। রামপ্রসাদের কথায়, ‘সৌরশক্তির প্রয়োজনীয়তার বিষয়ে প্রচার করি। বন্যপ্রাণ রক্ষা এবং পরিবেশ রক্ষার বার্তা দিতেই বিভিন্ন জায়গায় সাইকেলে ভ্রমণ করি।’ রামপ্রসাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ থেকে পথযাত্রী মানুষ জনেরা।
advertisement
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: পরিবেশ বাঁচানোর নেশা! স্কুলে ছুটি পড়লেই সাইকেল নিয়ে বেড়িয়ে পড়েন এই শিক্ষক
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement