Birbhum News: শহরতলী নয়,এবার গ্রামাঞ্চলে চালু হল এই বিশেষ পরিষেবা
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
প্লাস্টিক দূষণের ফলে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, আর সেই কারণে শহরতলীর মত গ্রামাঞ্চলে চালু হলও এই পরিষেবা।
সৌভিক রায়, বীরভূম: শহরতলী থেকে শুরু করে গ্রামাঞ্চল সব জায়গাতেই বর্তমানে প্লাস্টিক ব্যবহার হয়ে উঠেছে যেন অন্যতম সমস্যার কারণ। আর এই প্লাস্টিক ব্যবহারের জন্য একদিকে যেমন হচ্ছে পরিবেশ দূষণ,ঠিক অন্য জায়গায় দাঁড়িয়ে এই প্লাস্টিক ব্যবহার করার পর সাধারণ মানুষ যেকোনও জায়গায় প্লাস্টিক ফেলে দিচ্ছেন বিভিন্ন জায়গায়। আর সেই প্লাস্টিক কখনও হাওয়ায় অথবা কখনও অন্য কোনও কারণে এসে জমা পড়ছে বাড়ির আশেপাশের ড্রেনে। একাধিকবার প্রশাসনের তরফ থেকে জানান হচ্ছে কোনওভাবেই যেন প্লাস্টিক ব্যবহার না করা হয়। তার পরিবর্তে কাগজের তৈরি অথবা অন্য কোনও পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহার করার জন্য।
তবে সেই সব ঘটনার তোয়াক্কা না করেই অনায়াসেই চলছে প্লাস্টিক ব্যবহার। আর এই প্লাস্টিক ব্যবহারের ফলে বাড়ছে দূষণ। বিভিন্ন ড্রেনে সেই প্লাস্টিক জমা হয়ে জন্ম নিচ্ছে মশার লাভা। আর সেখান থেকেই বাড়ছে মশার উপদ্রব আর তার ফলেই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। আর সেই কারণে পরিবেশ সুরক্ষার কথা মাথায় রেখে প্লাস্টিক সংগ্রহ বুথ শুরু হলও মাড়গ্রামে। জেলার বড় গ্রাম হিসাবে পরিচিত মাড়গ্রাম। জনসংখ্যা প্রায় ৫০ হাজারের অধিক। গ্রামের মধ্যে রয়েছে বিশেষ কয়েকটি গুরুপ্তপূর্ণ জনবহুল মোড় যেমন সবজি বাজার এলাকা, হাঁতি বাঁধা মোড় এলাকায় রয়েছে বিভিন্ন সরকারি দফতরের কার্যলয় এবং রয়েছে জন বহুল ধুলফেলা মোড়।
advertisement
এই সমস্ত মোড়ে একটি করে প্লাস্টিক সংগ্রহের বুথ এর জায়গা করা হল। বিশেষ করে এলাকায় সাধারণ মানুষ বিভিন্ন খাদ্য দ্রব্যের প্লাস্টিক, নোংরা বিভিন্ন কাগজ পত্র সহ বিভিন্ন জিনিসপত্র ড্রেনের মধ্যে ফেলে দিচ্ছেন এর ফলে ড্রেনের জল জমে রাস্তায় উঠছে, ড্রেনে জল জমে ডেঙ্গুর লার্ভা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এলাকার দূষণ নিয়ন্ত্রণ রুখতে সেই সমস্ত দিকগুলি মাথায় রেখে রামপুরহাট ২ নম্বর ব্লক প্রশাসনের নির্দেশে মাড়গ্রাম ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে শুরু হলও এই প্লাস্টিক বুথ সংগ্রহ।
advertisement
advertisement
জনবহুল এলাকার মোড়ে একটি করে লোহার নেট দিয়ে খাঁচা তৈরি করা হয়েছে। সেই খাঁচার মধ্যে এলাকার মানুষজন বিভিন্ন নোংরা প্লাস্টিক এর আবর্জনা ফেলবেন পরে পঞ্চায়েত এর আবর্জনা সংগ্রহকারী কর্মীরা সেই প্লাস্টিক গুলিকে সংগ্রহ করে নষ্ট করবেন। এই প্লাস্টিক বুথ সংগ্রহ স্থাপন করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা প্লাস্টিক দূষণ কমাতে এবং পরিবেশ সুরক্ষায় সহায়তা করতে পারবে বলে মনে করছেন এলাকায় সাধারণ মানুষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 04, 2025 4:39 PM IST