South 24 Parganas News: এবারের মরশুমে অমিল লাল টুকটুকে ও মিষ্টি বোম্বাই লিচু!

Last Updated:

বৈশাখ মাস শেষ , এখনও দেখা নেই বারুইপুরের বিখ্যাত বোম্বে লিচুর। এদিকে, বাজারে শেষের মুখে দেশি লিচু। বারুইপুরের ফলের বাজার ছেয়েছে জামরুল ও আমে। শহরতলির বাজারেও একই চিত্র

+
লাল

লাল টুকটুকে বোম্বাই লিচু 

সুমন সাহা, দক্ষিণ ২৪ পরগনা: বৈশাখ মাস শেষ , এখনও দেখা নেই বারুইপুরের বিখ্যাত বোম্বাই লিচুর। এদিকে, বাজারে শেষের মুখে দেশি লিচু বারুইপুরের ফলের বাজার ছেয়েছে জামরুল ও আমে। শহরতলির বাজারেও একই চিত্র  কালিয়াচক, লালগোলা, মজফ্ফরপুরের লিচু ঢুকলে লিচুর বাজার জমজমাটি হবে বলে আশা ব্যবসায়ীদের। জামাই ষষ্ঠীতে জামাইয়ের পাতে এই লিচুই দেবেন শ্বশুর-শাশুড়িরা। বারুইপুরের শিখরবালি ১ শিখরবালি ২. কল্যাণপুর, শঙ্করপুর ১. শঙ্করপুর ২. ধপধপি ১. ধপধপি ২. বেলেগাছি, মদারাট, হাড়দহ, বৃন্দাখালি পঞ্চায়েত এলাকায় লিচুর রমরমা চাষ হয়। প্রতি বছরেই এপ্রিল-মে মাসে বারুইপুরের কাছারি বাজার চত্বর ছেয়ে থাকে লিচুতে। এ রাজ্যের পাশাপাশি অন্য রাজ্যেও যায় সেই লিচু। কৃষকদের কথায়, দু’ধরনের লিচু হয়। দেশি অর্থাৎ গোলা লিচু ও বোম্বাই লিচু। এপ্রিল মাসের মাঝামাঝি দেশি লিচু গাছ থেকে নিয়ে বাজারে চলে আসা হয়।
সেই দেশি লিচু মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বাজারে থাকে। এক কৃষকের কথায় , দেশি লিচু এখন খুবই অল্প আছে। এখন বাজারে থাকার কথা বোম্বাই লিচুর। কারণ, বোম্বাই লিচুর ফলন একটু পরে আসে। কিন্তু সেই লিচুর ফলন এবারে তেমন হয়নি। তাই ব্যবসা এখনও জমেনি। কেন ফলন হয়নি বোম্বাই লিচুর? আবহাওয়ার জন্য গাছে বোল আসেনি।
advertisement
advertisement
কুয়াশা আর জমাটি শীত না আসার জন্য বঙ্গে লিচুর ফলন হয়নি। তবে লিচুর অভাব পূর্ণ করছে জামরুল, আম। হিমসাগর থেকে শুরু করে গোলাপখাস, মধুবুলবুলি, বঙ্গে আমে ভর্তি বাজার। বারুইপুরে এবার আম ও জামরুলের ভালো ফলন হয়েছে। গোলাপখাস ১২০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। হিমসাগর পাইকারিতে ২৫ টাকা কিলোতে বিক্রি হচ্ছে। মধুবুলবুলি আম ১৫০ টাকা পাল্লা (পাঁচ কিলো) দরে বিক্রি হচ্ছে। বম্বে আম ৩০ টাকা কিলো দাম যাচ্ছে। , জামরুল ২০০ টাকায় একশো দরে বিক্রি হচ্ছে। তবে কৃষকদের আশা, মে মাসের শেষেই বাজার ভরে যাবে লালগোলা, কালিয়াচকের লিচুতে ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: এবারের মরশুমে অমিল লাল টুকটুকে ও মিষ্টি বোম্বাই লিচু!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement