ক্যানসার ধ্বংসের 'কেমোথেরাপি' তাঁরই আবিষ্কার! জেলার এই 'প্রফেসর সিউডোমোনাস'কে ক'জন চেনেন?
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Souvik Roy
Last Updated:
Birbhum News: বীরভূমের মাটিতে বেড়ে ওঠা এই বিজ্ঞানীর নাম আজও অজানা,জেনে নিন তাঁর অজানা ইতিহাস! গল্প নয়, সত্যি! জানলে গর্বিত হবেন।
বীরভূম: সাঁইথিয়ার বিজ্ঞানীর আবিষ্কার থেকে প্রথম জানা গিয়েছিল ক্যানসার কেমোথেরাপির পদ্ধতি! কিংবা গোটা বিশ্বের প্রথম কোনও জিন পরিবর্তন জীব অর্থাৎ জীবন্ত জীবের পেটেন্টের আবিষ্কারক ছিলেন সাঁইথিয়ার এক বিজ্ঞানী। গোটা বিশ্বের কাছে যিনি প্রফেসর সিউডোমোনাস নামে পরিচিত। তাঁকে বীরভূমবাসী ঠিক কী ভাবে মনে রেখেছেন?
প্রফেসর পদ্মশ্রী আনন্দমোহন চক্রবর্তী। সাঁইথিয়াতে বড় হওয়া সেই বৈজ্ঞানিককে এক নামে চেনে গোটা বিশ্ব। সাঁইথিয়ার মানুষের কাছে তিনি একজন সাধারণ ডাক্তার হিসেবে পরিচিত কিন্তু গোটা বিশ্বের কাছে তিনি প্রফেসর সিউডোমোনাস। কত জনই বা জানেন তাঁর গবেষণা। তিনি বীরভূমের সাঁইথিয়ার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। এখানেই জন্মানোর পর তিনি এখান থেকে বড় হয়েছেন এবং এখানে স্কুলে পড়াশোনা করেছেন এবং সেখান থেকে বিদেশে গেছেন। যাঁকে গোটা বিশ্ব ডঃ চক্রবর্তী হিসেবে চেনে।
advertisement
advertisement
এমনিতেই অনেকেই আমরা আমাদের চারপাশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে উদাসীন। গোটা বিশ্বের কাছে সমাদৃত সাঁইথিয়ায় বেড়ে ওঠা বৈজ্ঞানিক আনন্দমোহন চক্রবর্তীর নাম অনেকের কাছে আজও অজানা। অথচ সারা দুনিয়ার কাছে তিনি প্রফেসর সিউডোমোনাস নামে পরিচিত। সমুদ্র জলে ভাসমান তেলকে নষ্ট করতে তখন বৈজ্ঞানিকদের হাতে শুধুমাত্র ডিটারজেন্টের ব্যবহার জানা ছিল। পরে ১৯৭১ সালে আনন্দমোহন চক্রবর্তী সেই প্রথম ল্যাবরেটরিতে জিনের সাহায্যে আবিষ্কার করলেন সেই প্রথম ব্যাকটেরিয়া।
advertisement
যাদের তেল ভক্ষণের ক্ষমতা রয়েছে। প্রফেসর চক্রবর্তী পরে সেই ব্যাকটেরিয়ার পেটেন্ট পাওয়ার জন্য আবেদন করেন। সেই আবেদন খারিজ হয়ে যায়। কারণ তখন সেই সময় পর্যন্ত কোনও জীবিত বস্তুর পেটেন্ট দেওয়ার আইন ছিল না। পরে সেই আবেদন আদালত পর্যন্ত গড়ায়। ১৯৮০ সালে আদালত এর ওপর পেটেন্ট দেওয়ার নির্দেশ দেয়। তাই মানা হয় তিনিই বিশ্বের প্রথম কোনও জিন পরিবর্তনের পেটেন্ট এর জন্য আবেদনকারী।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 27, 2025 7:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ক্যানসার ধ্বংসের 'কেমোথেরাপি' তাঁরই আবিষ্কার! জেলার এই 'প্রফেসর সিউডোমোনাস'কে ক'জন চেনেন?