Mahesh Snan Yatra: ২৮ ঘড়া গঙ্গাজল ও দু' মন দুধ দিয়ে স্নান জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে, মাহেশের স্নানযাত্রায় মহা ধুমধাম
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Mahesh Snan Yatra: এই বছর ১০৮ ধরনের বিশেষ দ্রব্য দিয়ে জগন্নাথদেবের মহা অভিষেক স্নানযাত্রা অনুষ্ঠিত হবে। বিভিন্ন তীর্থের জল, নদীর জল সহ নানা উপাচার দিয়ে জগন্নাথদেবের মহা অভিষেক হবে।
হুগলি: আজ স্নানযাত্রার দিনে হুগলির শ্রীরামপুর মাহেশে, ২৮ ঘড়া গঙ্গাজল ও দু’ মন দুধ দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে স্নান করানো হয়। মন্দির সংলগ্ন স্নানপিড়ির মাঠে জগন্নাথদেবের স্নানমঞ্চে স্নানযাত্রার প্রস্তুতি শুরু হয়েছে।
এই স্নানযাত্রা থেকে রথের শুভ সূচনা শুরু। এইবছর ৬২৯ তম বর্ষে পদার্পন করেছে মাহেশের রথযাত্রা। এই বছর ১০৮ ধরনের বিশেষ দ্রব্য দিয়ে জগন্নাথদেবের মহা অভিষেক স্নানযাত্রা অনুষ্ঠিত হবে। বিভিন্ন তীর্থের জল, নদীর জল সহ নানা উপাচার দিয়ে জগন্নাথদেবের মহা অভিষেক হবে।
advertisement
advertisement
স্নানযাত্রার পর আগামী ২৭ জুন রথযাত্রা অনুষ্ঠিত হবে। ঐ দিন তিন বিগ্রহ রথে চেপে মাসির বাড়ি র উদ্দেশ্যে রওনা দেবে। এরপর আগামী ৫ জুলাই উল্টোরথের দিন মাসীর বাড়ি থেকে নিজের গৃহে ফিরে আসবে তিন বিগ্রহ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 11, 2025 11:53 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mahesh Snan Yatra: ২৮ ঘড়া গঙ্গাজল ও দু' মন দুধ দিয়ে স্নান জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে, মাহেশের স্নানযাত্রায় মহা ধুমধাম