Jhargram News: ঝাড়গ্রামে এই প্রথম ট্যুরিজম এবং কালচারাল হেরিটেজ নিয়ে ইন্টার্নশিপ
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Tanmoy Nandi
Last Updated:
ঝাড়গ্রামের ট্যুরিজম এবং কালচারাল হেরিটেজ নিয়ে ইন্টার্নশিপ। ঝাড়গ্রাম রাজ কলেজের ইংরাজি বিভাগের ৬৫ জন শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে দশ দিনের বিশেষ পাঠ্যক্রম।
তন্ময় নন্দী ঝাড়গ্রাম: প্রকৃতির টানে পর্যটকেরা ছুটে আসেন অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে। ঝাড়গ্রামের ট্যুরিজম এবং কালচারাল হেরিটেজ নিয়ে ইন্টার্নশিপ। যা ঝাড়গ্রামে এই প্রথম। ঝাড়গ্রাম রাজ কলেজের ইংরাজি বিভাগের ৬৫ জন শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে দশ দিনের বিশেষ পাঠ্যক্রম। যার পোশাকি নাম হল, ইন্টার্নশিপ প্রোগ্রাম অন সাসষ্টিনেবল ট্যুরিজিম অ্যান্ড কালাচারাল হেরিটেজ অফ ঝাড়গ্রাম। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় আওতাধানী ঝাড়গ্রাম রাজ কলেজে এই বিশেষ পাঠ্যক্রম চালু হয়েছে। এই ইন্টার্নশিপ চালুর ফলে ঝাড়গ্রামে পর্যটনের গুরুত্ব আরও বৃদ্ধি পাবে। ঝাড়গ্রামের বিভিন্ন পর্যটন ক্ষেত্রে গিয়ে ছাত্রছাত্রীরা তাদের অভিজ্ঞতা সঞ্চয় করবেন। এছাড়াও প্রকৃতির কাছাকাছি এসে কাজ করার সুযোগের, পাশাপাশি পরিবেশ-বান্ধব পর্যটনের ধারণা ও তৈরি হবে।
ঝাড়গ্রাম জেলার বিভিন্ন স্থান যেমন ঝাড়গ্রাম রাজবাড়ি, চিলকিগড় রাজবাড়ি, বান্দরভুলা ফরেস্ট, সহ বেশ কয়েকটি স্থানে গিয়ে ছাত্র ছাত্রীদের পাঠ দেওয়া হবে। এই ধরনের ইন্টার্নশিপ সাধারণত ইকোট্যুরিজম সংস্থা, সংরক্ষণ প্রকল্প, বা প্রকৃতি-ভিত্তিক পর্যটন কেন্দ্রগুলিতে পাওয়া যায়। এর মাধ্যমে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়নে ঘটানো সম্ভব হয়। ইন্টার্নশিপ প্রোগ্রামে যোগ দেওয়া শিক্ষার্থীদের উৎসাহ ও উদ্দীপনায় রীতিমতো মুগ্ধ কেন্দ্রীয় পর্যটন বিভাগের সিনিয়র গাইড সুমনা মুখার্জি। ঝাড়গ্রামের পর্যটন শিল্পে এখানকার প্রাকৃতিক সম্পদকে আরও বেশি করে তুলে ধরার বার্তাও দিয়েছেন তিনি।
advertisement
advertisement
অরণ্য সুন্দরীর শোভাকে নিয়ে ভ্রমণের সঙ্গে পাঠক্রম – এটি ট্যুরিজিম ইন্টার্নশিপ কোর্সের প্র্যাকটিক্যাল পার্ট। শিক্ষার্থীদের জন্য নতুন পথ তৈরি হতে চলেছে। জানা গিয়েছে এখান থেকে শিক্ষার্থীরা চাইলে আগামীতে পর্যটকদের সাহায্য করতে পারবে। নতুন কাজের দিশা খুঁজে পেতে পারেন শিক্ষার্থীরা। যেটি সুচারুরূপে সংগঠিত করতে সাহায্যের হাত বাড়িয়েছেন ঝাড়গ্রাম ট্যুরিজিমের কর্ণধার সুমিত দত্ত। তাঁর আশা, শিক্ষার্থীরা তাঁদের অধিত বিদ্যা, ভবিষ্যৎ জীবনেও কাজে লাগাবেন।
advertisement
এন্ডভিও- বিশ্ব মানচিত্রে ঝাড়গ্রামের পর্যটন শিল্পের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি, এখানকার আঞ্চলিক সংস্কৃতিও আকর্ষণীয় রূপে তুলে ধরার বার্তা দেওয়া হয়েছে। উদ্যোক্তাদের প্রত্যাশা, পর্যটনের উপর এই বিশেষ কোর্স শিক্ষার্থীদের চাকরি পেতেও সাহায্য করবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 25, 2025 5:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: ঝাড়গ্রামে এই প্রথম ট্যুরিজম এবং কালচারাল হেরিটেজ নিয়ে ইন্টার্নশিপ