Birbhum News: রামপুরহাটের এই ছোট্ট মেয়ে যা করে দেখাল, তাক লেগে গেল সকলের..., জানলে চমকে যাবেন

Last Updated:

Birbhum News: ইচ্ছেশক্তি থাকলে সব অসম্ভবকে সম্ভব করা যায়। তার জলজ্যান্ত উদাহরণ বীরভূমের রামপুরহাট-এর এই মেয়েটি। রামপুরহাট-এর মত মফস্বলের এই মেয়েটির প্রতিভা জানলে অবাক হবেন।

+
দীপান্বিতা

দীপান্বিতা ভাদুরি

বীরভূম: ইচ্ছেশক্তি থাকলে সব অসম্ভবকে সম্ভব করা যায়। তার জলজ্যান্ত উদাহরণ বীরভূমের রামপুরহাট-এর এই মেয়েটি। আমাদের প্রত্যেকের জীবনে নানান ইচ্ছা থাকে। তবে চাইলেই কী সব ইচ্ছা পূরণ হয়! তার জন্য প্রয়োজন অদম্য ইচ্ছা শক্তি এবং তার সঙ্গে মনোবল।আর অনেকের মধ্যেই সেই মনোবল হারিয়ে যায় একটি সময়। তবে বীরভূমের এই মেয়েটি প্রমাণ করেছে ইচ্ছেশক্তি থেকেই সবকিছু করা যেতে পারে। নিজের ইচ্ছেশক্তি থেকে বছর ১৯-এর এই মেয়েটি যা করে দেখিয়েছে সেটা অন্যান্য মেয়েদের কাছে এক শিক্ষণীয় অধ্যায় হয়ে থাকবে।
বীরভূমের রামপুরহাটের বাসিন্দা দীপান্বিতা ভাদুড়ি। তবে সমস্যা হয় অন্য জায়গায়।খুব অল্প বয়সেই দীপান্বিতা ভাদুড়ির বাবার দুর্ঘটনায় মৃত্যু হয়। তবে বাবার ইচ্ছে ছিল তার সখের রাজকন্যাকে টিভির পর্দায় গান গাইতে দেখার। মাত্র ১ বছর ৮ মাস বয়স থেকেই টিভির পর্দায় যে গান শুনত, সে সেই গানে গুনগুন করে গাইত। এরপরই মাত্র ছয় বছর বয়সে সকলের কাছে গান গেয়ে প্রিয় মানুষ হয়ে উঠেছিল দীপান্বিতা। এমনকি স্কুলের শিক্ষক-শিক্ষিকার কাছে দীপান্বিতা হয়ে উঠেছিল এক কাছের মানুষ। বাবার সেই স্বপ্ন এবং মায়ের ও দিদার অক্লান্ত পরিশ্রমকে সঙ্গী করেই বাংলার সেই মফস্বলের মেয়েটি আজকে বিখ্যাত গায়িকার সঙ্গে স্টেজ শেয়ার করেছেন।
advertisement
advertisement
সেই বিখ্যাত গায়িকা আর কেউ নন, তিনি হলেন ইমন চক্রবর্তী। ইমন চক্রবর্তীর কন্ঠে গাওয়া সেই গান ‘আমি আবার ক্লান্ত পথচারী’ এই গানটি ৮ থেকে ৮০ সকলের পছন্দের তালিকায় হয়ে উঠেছে। সেই গানের কন্ঠে তালে তাল মিলিয়েছেন বীরভূমের রামপুরহাটের ১৯ বছরের এই মেয়েটি। একটি রিয়্যালিটি শো-এর প্রোগ্রামে দীপান্বিতা স্টেজ শেয়ার করেছেন ইমন চক্রবর্তীর সঙ্গে। দীপান্বিতার বাড়িতে রয়েছে তার মা এবং, দিদা ও সে। তার মায়ের নাম মৌমিতা ভাদুড়ি এবং দিদার নাম রীণা লাহিড়ী।
advertisement
দীপান্বিতা জানান, মাত্র ৬ বছর বয়সে তার মা এবং বাবা তার প্রতিভা দেখে তার জন্মদিনে একটি হারমোনিয়াম উপহার দেন। আর সেই হারমোনিয়াম পাওয়ার পর থেকেই তার গানের চর্চা শুরু। এখনও পর্যন্ত বীরভূমের এই দীপান্বিতা বিভিন্ন গান গাওয়ার পাশাপাশি প্রায় একশোটির বেশি অ্যাওয়ার্ড পেয়েছেন। আগামী দিনে দীপান্বিতার ইচ্ছে কোনও প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে গান গাওয়ার। তবে তার মনের ইচ্ছে আগামী দিনে শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং-এর সঙ্গে গান গাওয়ার।
advertisement
সৌভিক রায়
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: রামপুরহাটের এই ছোট্ট মেয়ে যা করে দেখাল, তাক লেগে গেল সকলের..., জানলে চমকে যাবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement