বছরে একবারই পাওয়া যায় এই মিষ্টি, বিক্রি হয় রমরমিয়ে! দশ টাকার এই খাবারের পিছনে রয়েছে অদ্ভুত এক গল্প
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
দামও রাখা হয়েছে মানুষের সাধ্যের মধ্যে, মাত্র দশ টাকা। আতপ চালের গুঁড়ো, সামান্য একটু ময়দা, চিনি, বিশুদ্ধ গাওয়া ঘিয়ের সংমিশ্রনে তৈরি এই খাজা এখন অন্যতম প্রিয় মিষ্টান্ন হয়ে উঠেছে
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়ার অন্যতম লোক উৎসব হল ভাদু উৎসব। জানা যায়, কাশীপুরের রাজা নীলমণি সিং দেওয়ের ভাদ্রমাসে এক কন্যাসন্তান জন্মেছিলেন। যার নাম ছিল ভদ্রাবতী ওরফে ভাদু। ভাদুর অকাল মৃত্যুর পর রাজ আদেশ অনুযায়ী পঞ্চকোট রাজবংশে রাজার মেয়ের স্মৃতিতে শুরু হয় ভাদু উৎসব। যে ভাদু উৎসবের মুখ্য প্রসাদ হল খাজা।
জানা যায়, রাজার মেয়ে ভাদুর এই মিষ্টান্ন খাজা খুবই প্রিয় ছিল। তাই ভাদু উৎসবের মুখ্য প্রসাদে আজও খাজা আজও অন্যতম। আর তাই ভাদু উৎসবের আগে এখন সেই খাজা তৈরি হচ্ছে কাশীপুরে। কাশীপুরের দোকান ব্যবসায়ীরা মেতে উঠেছেন রাজার মেয়ের প্রিয় মিষ্টান্ন খাজা তৈরিতে। প্রাচীন ঐতিহ্যকে টিকিয়ে রেখে এখনও এই মিষ্টান্ন তৈরি করে চলেছেন কাশীপুরের অন্যতম মিষ্টির দোকান দিলীপ সুইট’স। দোকান ব্যবসায়ী তাপস দাস মোদক জানান, ভাদু উৎসবের কিছুদিন আগেই এই খাজা তৈরি হয়।
advertisement
বছরের শুধুমাত্র এই সময়টিতেই খাজা তৈরি হয় কাশীপুরে। তাই চাহিদাও বিপুল থাকে। আগের তুলনায় এই খাজার চাহিদা এখন আরও বেশি বেড়েছে মানুষজনের কাছে। দামও রাখা হয়েছে মানুষের সাধ্যের মধ্যে, মাত্র দশ টাকা। আতপ চালের গুঁড়ো, সামান্য একটু ময়দা, চিনি, বিশুদ্ধ গাওয়া ঘিয়ের সংমিশ্রনে তৈরি এই খাজা এখন অন্যতম প্রিয় মিষ্টান্ন হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ছাড়াও ঝাড়খণ্ডে ভাদু উৎসব বিশেষভাবে পালিত হয়ে থাকে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 07, 2025 2:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বছরে একবারই পাওয়া যায় এই মিষ্টি, বিক্রি হয় রমরমিয়ে! দশ টাকার এই খাবারের পিছনে রয়েছে অদ্ভুত এক গল্প