Christmas: এবার বড়দিনে পার্ক স্ট্রিটের আমেজ পাবেন শ্রীরামপুরে! ঘুরে আসবেন নাকি?
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
উৎসবের মজা আরওদ্বিগুণ করতে ২১ তারিখ থেকে শুরু হচ্ছে বিশেষ মেলার আয়োজন। যা চলবে বড়দিন পর্যন্ত।
হুগলি: পার্ক স্ট্রিট অতীত ! বড়দিনের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে হুগলির শ্রীরামপুর। হেরিটেজ ও ট্যুরিজম উৎসব পালন উপলক্ষে গোটা শহরকে পার্ক স্ট্রিটের ধাঁচে মুড়ে ফেলা হয়েছে আলোর মোড়কে। উদ্বোধনের দিন থেকেই জমজমাট শ্রীরামপুর।
ডিসেম্বর মানেই বড়দিন। প্রতিবছর অগণিত মানুষের ভিড় হয় পাক স্টিট এলাকায়। ঠিক সেভাবেই এই বছর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকছে ডেনমার্ক নগরী। প্রাচীন ডেনিস চার্চ তৎকালীন ডেনিস গভর্নর হাউস থেকে শুরু করে শহরের প্রতিটি প্রাণকেন্দ্রকে সাজিয়ে তোলা হয়েছে বড়দিন উপলক্ষে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকেই জমজমাট শ্রীরামপুরের বড়দিনের উৎসব।
আরও পড়ুনঃ IND vs AUS: দলে চমকে দেওয়া ২ বদল! শেষ ২ টেস্টের দল ঘোষণা করে দিল বোর্ড
উৎসবের মজা আরওদ্বিগুণ করতে ২১ তারিখ থেকে শুরু হচ্ছে বিশেষ মেলার আয়োজন। যা চলবে বড়দিন পর্যন্ত। শ্রীরামপুর সেন্ট অলাভ চার্চ, শ্রীরামপুর ব্যাপ্টিস্ট মিশনারি, শ্রীরামপুর কোর্ট সংলগ্ন গভর্নর, মহেশ মন্দির শ্রীরামপুর কলেজ এ সমস্ত জায়গায় বিশেষ আলোক সজ্জা করা হয়েছে। রাস্তায় তৈরি করা হয়েছে স্পেশাল স্টেজ। সবশেষে থাকছে এক বিশেষ নৌকা বিহার ভ্রমণ। যেখানে শ্রীরামপুর থেকে একেবারে ব্যান্ডেল চার্চ পর্যন্ত নৌকায় করে গান-বাজনা ও খাওয়া-দাওয়ার সঙ্গে মজা নিয়ে ভ্রমণ করতে পারবেন পর্যটকেরা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 20, 2024 4:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Christmas: এবার বড়দিনে পার্ক স্ট্রিটের আমেজ পাবেন শ্রীরামপুরে! ঘুরে আসবেন নাকি?