জাগ্রত মন্দিরের দরজা ভেঙে গয়না থেকে শাড়ি সর্বস্ব হল লুঠ !

Last Updated:
#পূর্ব মেদিনীপুর: মন্দির চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল কেশিয়াড়ী থানা এলাকার মুড়াকাটা গ্রামে। গ্রামেরই স্বপন নন্দ গোস্বামীর বাড়িতে মদনমোহন জীউর  মন্দির চুরির ঘটনায় হতবাক পরিবারের লোকজন । বিশ পঁচিশ বছরে এমন ঘটনা কখনই ঘটেনি ৷ তাই সকলেই অবাক হয়েছেন ৷ কারণ এমন চুরির ঘটনা আগে  কখনই ঘটনা।
সকালে উঠে পরিবারের সদস্য স্বপন নন্দ গোস্বামী দেখেন মন্দিরের দরজার তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখেন মন্দিরের বিগ্রহের গয়না সহ আসবাবপত্র চুরি গিয়েছে । মন্দিরের দুটি দরজা ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢুকে পুরোনো মুদ্রা,  সোনা গহনা চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। পরিবারের সদস্য স্বপন নন্দ গোস্বামী বলেন, রাতে একটি আওয়াজ শুনতে পাই গুরুত্ব দেওয়া হয়নি ৷ সকালে উঠে দেখা যায় চুরির ঘটনা ঘটেছে।
advertisement
মন্দিরের মহামূল্যবান মুদ্রাটি এরআগেও তিনবার চুরি গিয়েছে বলে দাবী  পরিবারের।  তড়িঘড়ি পরিবারের লোকজন গ্রামবাসীদের খবর দেন। এরপরই নজরে আসে গ্রামেরই শীতলা মন্দিরের দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। বিগ্রহের শাড়ী সহ সবকিছুই চুরি গিয়েছে বলে দাবী গ্রামবাসীদের। এরপর প্রশাসনে খবর দেন গ্রামবাসীরা।  গ্রামে একই রাতে পৃথক দুটি চুরির ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । গ্রামের শীতলা মন্দির কমিটির সভাপতি আশুতোষ প্রধান বলেন , আমরা এই ঘটনায় রীতিমত হতবাক, এ যাবৎ বিশ পঁচিশ বছর কোনো চুরির ঘটনা ঘটেনি।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জাগ্রত মন্দিরের দরজা ভেঙে গয়না থেকে শাড়ি সর্বস্ব হল লুঠ !
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement