North 24 Parganas News: ওটিটির জামানায় নাটক দেখতে ভিড় সীমান্তের নাট্যমেলায়
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
নতুন প্রজন্মকে নাটকমুখী করতেই সীমান্ত এলাকার নাট্যমেলার আয়োজন করেছিল গোবরাপুরের 'আরেক থিয়েটার' নাট্যগোষ্ঠী
উত্তর ২৪ পরগনা: ওটিটি’র জমানায় সিনেমা হলেই দর্শক হচ্ছে না। কিন্তু সকলকে অবাক করে দিয়ে মানুষের ঢল নামল সীমান্তের নাট্য মেলায়। ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অনুষ্ঠিত হল নাট্য মেলা।
নতুন প্রজন্মকে নাটকমুখী করতেই সীমান্ত এলাকার নাট্যমেলার আয়োজন করেছিল গোবরাপুরের ‘আরেক থিয়েটার’ নাট্যগোষ্ঠী। সেখানেই বিভিন্ন নাটক দেখতে জড়ো হল বহু মানুষ। এই প্রসঙ্গে আয়োজক নাট্যকর্মী অর্ণব চ্যাটার্জি জানান, এবছর তাঁদের নাট্যমেলার ১১ তম বর্ষ উদযাপন করা হচ্ছে। মূলত মোবাইল ও আধুনিকতার যুগে নতুন প্রজন্মকে নাটকমুখী করে তোলার উদ্দেশ্যেই এই দু’দিনের নাট্যমেলার আয়োজন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
নাট্য মেলার সফল হওয়ায় খুশি উদ্যোক্তারা। সীমান্ত এলাকার বহু মানুষ আছেন যারা নাটক দেখতে ভালোবাসেন। তাঁদের জন্য নানা জায়গা থেকে আসা নাট্য সংস্থাগুলোর প্রযোজনা এদিন মঞ্চস্থ হয়। নাটক শুধু আনন্দের জন্যই নয়, পাশাপাশি সামাজিক শিক্ষাও দানও করে থাকে। নাটকের আবেদন বরাবরই মানুষের মধ্যে আছে। দেখা যাচ্ছে প্রান্তিক এলাকায় নাটকের প্রতি মানুষের ঝোঁক আবার বাড়ছে।
advertisement
রুদ্রনারায়ণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 25, 2024 1:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: ওটিটির জামানায় নাটক দেখতে ভিড় সীমান্তের নাট্যমেলায়