Theatre Festival: বদলে যাওয়া যুগের চাকা উল্টো পথে ঘোরাতে নাটকের আসর
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
এবার বাঙালপুর বয়েজ ক্লাবের উদ্যোগে বসল নাটকের আসর। যেখানে বর্তমানে প্রবীণ-নবীন সদস্যরা হাত ধরে লক্ষ্য পূরণে ব্রতী হলেন
হাওড়া: সমস্ত শিল্প মাধ্যমের একইকরণ ঘটে নাটক বা থিয়েটারে। তাই নাটককে বলা হয় কমপোজিট ফর্ম অফ অল আর্টস। সমাজ পরিবর্তনে নাটকের অবদান বা গুরুত্ব সেই বহু যুগ ধরে। ভারতের স্বাধীনতা সংগ্রামেও নাটকের প্রভূত অবদান ছিল। কিন্তু বর্তমান প্রজন্ম সবকিছু ভুলে এত বেশি স্মার্টফোনে বুঁদ হয়ে আছেন যে নাটকের প্রতি তাদের উৎসাহ অনেকটাই কমে গিয়েছে। তবে এরই উল্টো ছবি ধরা পড়ল হাওড়ার বাগনানে।
একসময় স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করতে নাটক হত। আর বর্তমানে সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে নাটক হচ্ছে। নাটকের প্রতি আগ্রহ বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে অনেকে। স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করতে সে সময় পরিবেশিত হয়েছিল বহু নাটক। নাটককে কেন্দ্র করে ১০০ বছর আগে গড়ে উঠেছিল প্রতিষ্ঠান। বাংলার সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ নাটক। হাওড়ার এক অগ্রণী স্বাধীনতা সংগ্রামী হলেন বাগনানের বাঙালপুরের বিভূতিভূষণ ঘোষ। সেই সময় নাটক অভিনয় ও পরিচালনায় তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেকালজুড়ে নাটক নিয়ে চর্চা হত।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এবার বাঙালপুর বয়েজ ক্লাবের উদ্যোগে বসল নাটকের আসর। যেখানে বর্তমানে প্রবীণ-নবীন সদস্যরা হাত ধরে লক্ষ্য পূরণে ব্রতী হলেন। কার্যকরী কমিটির সদস্য দীপঙ্কর ঘোষ জানান, নাটক সমাজের আয়না। বর্তমানকালে এসে মানুষ ফোনের প্রতি এত আসক্ত হয়েছে যে যাত্রা, থিয়েটার প্রায় হারিয়ে যাচ্ছে। সেই জন্য মানুষের মনে নাটকের প্রতি আগ্রহ বাড়াতে বাগনান বয়েজ ক্লাবের পক্ষ থেকে দু’দিন ব্যাপী চারটি নাটকের আয়োজন করা হয়।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 19, 2024 2:53 PM IST









